ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ লীগ কাপ সেমিতে মুখোমুখি চেলসি-আর্সেনাল

প্রকাশিত: ০৬:০৫, ১০ জানুয়ারি ২০১৮

ইংলিশ লীগ কাপ সেমিতে মুখোমুখি চেলসি-আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ লীগ কাপ ফুটবলের হাইভোল্টেজ সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি চেলসি ও আর্সেনাল। দুই লেগের সেমির প্রথম লেগটি হবে চেলসির মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে। শেষ চারের ফিরতি লেগ হবে আর্সেনালের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ২৪ জানুয়ারি। লীগ কাপের সেমিফাইনালে দু’টি হাইভোল্টেজ ম্যাচ দেখতে পেতেন ফুটবলপ্রেমীরা। কিন্তু এখন সংখ্যাটা কমে একটিতে দাঁড়িয়েছে। কারণ কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড। তাও আবার দ্বিতীয় সারির দল ব্রিস্টল সিটির কাছে ২-১ গোলে হেরে। অথচ ম্যানইউ জিতলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতো আরেক বড় দল ম্যানচেস্টার সিটি। তবে ম্যানইউ-ম্যানসিটি দ্বৈরথ না হলেও চেলসি-আর্সেনাল মহারণ ঠিকই দেখতে পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। কেননা আর্সেনালের পর শেষ চার নিশ্চিত করে চেলসিও। কোয়ার্টার ফাইনালে ব্লুজরা ২-১ গোলে পরাজিত করে বোর্নমাউথকে। এর আগে ওয়েস্টহ্যামকে হারিয়ে সেরা চারের টিকেট কাটে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপাস্বপ্ন শেষ চেলসি-আর্সেনাল দু’দলেরই। আর্সেনাল দিন দুই আগে বিদায় নিয়েছে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই। তাও আবার দ্বিতীয় বিভাগের দল নটিংহ্যাম ফরেস্টের কাছে ৪-২ গোলে হেরে। গানার্সরা বাজে সময়ে পাশে পাচ্ছে না কোচ আর্সেন ওয়েঙ্গারকেও। কেননা তিনিও তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। নিষেধাজ্ঞার কারণে এফএ কাপে দলের করুণ বিদায় ওয়েঙ্গারকে দেখতে হয়েছে স্ট্যান্ডে বসে। লীগে আগের ম্যাচে চেলসির বিরুদ্ধে খেলানো দলে নয়টি পরিবর্তন এনেছিলেন ওয়েঙ্গার। সেটাই তার দলকে ডুবিয়েছে। নিম্ন বিভাগের কোন দলের কাছে ন্যূনতম ৪ গোল ব্যবধানে আর্সেনাল হারের মুখ দেখেছে গত ১১০ বছরের মধ্যে এই প্রথম। তাছাড়া নিজের ২১ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এর আগে কখনই এফএ কাপের তৃতীয় রাউন্ডে হারেননি ওয়েঙ্গার। এই ক্ষত শুকাতে না শুকাতেই লীগ কাপে শক্তিশালী চেলসির মুখোমুখি আর্সেনাল। এবার কি হয় সেটাই দেখার।
×