ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু কাপ ভলিবলের ক্যাম্প শুরু এ মাসেই

প্রকাশিত: ০৬:০৪, ১০ জানুয়ারি ২০১৮

বঙ্গবন্ধু কাপ ভলিবলের ক্যাম্প শুরু এ মাসেই

স্পোর্টস রিপোর্টার ॥ একটা সময় ছিল শহর এবং গ্রামে বা মফস্বলে দারুণ জনপ্রিয় ছিল ফুটবল, ভলিবলসহ আরও অনেক খেলা। কিন্তু কালের পরিক্রমায় সামগ্রিকভাবে সেসব খেলাধুলার চর্চাও যেমন কমে গেছে, তেমনি কমে গেছে জনপ্রিয়তাও। তবে শহর বাদ দিলে গ্রামে-গঞ্জে বা মফস্বলে এখনও কোন খেলার আয়োজন করা হলে সেটা দেখতে যে পরিমাণ দর্শক উপস্থিত হয় তা যথেষ্ট আশাব্যঞ্জক এবং কৌতূহল জাগানিয়া। ভলিবলের কথাই ধরা যাক। এই খেলাটিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ আছে যথেষ্ট। সঠিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে খুব দ্রুত আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে পারে বাংলাদেশ। এ নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। তারা আসন্ন এপ্রিলে বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট’। যেখানে অংশ নেবে ৯ থেকে ১০টি দেশ। থাকবে দক্ষিণ এশিয়ার প্রায় সব দল ছাড়াও শক্তিশালী থাইল্যান্ড ও কাজাখস্তান। এই টুর্নামেন্টকে সামনে রেখে ফেব্রুয়ারিতে শুরু হবে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। আর বঙ্গবন্ধু কাপ ভলিবল টুর্নামেন্টকে সামনে রেখে এ মাসের শেষ সপ্তাহে ঘোষিত হওয়ার কথা বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াড। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশেনের (বাভফে) সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এদিকে এই টুর্নামেন্টকে সামনে রেখে ইরানের কোচ আলিপো আরোজিকেই আবারও নিয়োগ দিতে যাচ্ছে বাভফে। ভলিবলকে বলা হয় গ্রাম-বাংলার খেলা। বাংলার শত বছরের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে খেলাটি। বিশেষ করে অল্প খরচ আর কম স্থান লাগায় সর্বস্তরে এই খেলাটি দারুণ জনপ্রিয়। কিন্তু এই সুযোগটাকেই ঠিকভাবে কাজে লাগাতে পারছে না বাভফে। বৈশ্বিক পরিম-লে এই খেলায় বাংলাদেশের একমাত্র সাফল্য বলতে ২০১৬ সালে ৯ দলের অংশগ্রহণে ‘এশিয়ান সেন্ট্রাল জোন চ্যাম্পিয়নশিপে’র শিরোপা জয়। এরপর এক বছরেরও বেশি সময় পার হয়েছে অথচ আশ্চর্য হলেও সত্যিÑ এই সময়ে আর কোন আন্তর্জাতিক ম্যাচই খেলেনি আল-জাবিরের দল। তবে এবার হয়তো ঘুচতে যাচ্ছে সেই আক্ষেপ। আগামী এপ্রিলের শেষ সপ্তাহে ১০ দলের অংশগ্রহণে ঢাকায় বসতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ ভলিবল টুর্নামেন্ট। এ প্রসঙ্গে বাভফের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘এটা হলো উন্মুক্ত টুর্নামেন্ট। টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে আমরা প্রাথমিকভাবে একটা সভাও করেছি। সাংগঠনিক কমিটির একটা রূপরেখা দাঁড় করিয়েছি। সামনের মিটিংয়ে সেটার অনুমোদন হবে। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি।’ এশিয়ান সেন্ট্রাল জোনে টুর্নামেন্টে কোচ আরোজির অধীনে বাজিমাত করেছিল বাংলাদেশ দল। তাইতো এবারও আলিপোতেই ভরসা রাখছে বাভফে। আরোজির সঙ্গে দীর্ঘমেয়াদেই চুক্তি করতে চাচ্ছে বাভফে। এছাড়া কোচিং স্টাফে যোগ হতে পারে আরও কয়েকজন। জানা গেছে আরোজিকে আনার ব্যাপারে বাভফে তাকে চিঠি দিয়েছে, চিঠির উত্তরও দিয়েছেন আরোজি। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি থেকেই জাতীয় ভলিবল দলকে আরোজির কোচিংয়ের আওতায় আনতে পারবে বলে আশাবাদী বাভফে। ভলিবল খেলা খেলতে খরচ খুবই কম। সরঞ্জাম এবং জায়গাও কম লাগে। অথচ অনেক সম্ভাবনাময় এই খেলাটি আজ সেভাবে আগের মতো জনপ্রিয় নয়। ফেডারেশন এই অবস্থার পরিবর্তন ঘটাতে বদ্ধপরিকর। এ জন্য যা যা করতে হয়, তাই করার উদ্যোগ নিয়েছে তারা। এটা তাদের দায়িত্ব এবং চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, সেই দায়িত্ব কতটা পালন করতে পারে তারা।
×