ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ

জিম্বাবুইয়ে ক্রিকেট দল আসছে আজ

প্রকাশিত: ০৬:০২, ১০ জানুয়ারি ২০১৮

জিম্বাবুইয়ে ক্রিকেট দল আসছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে ১৫ জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে। এ সিরিজের আরেক দল শ্রীলঙ্কা। আজ গভীর রাতে বাংলাদেশে পা রাখবে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। রাত এগারোটার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা রয়েছে জিম্বাবুইয়ে ক্রিকেট দলের। জিম্বাবুইয়ে দলের আগমনের তিনদিন পর ১৩ জানুয়ারি শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশের মাটিতে পা রাখবে। জিম্বাবুইয়ের আগমনের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে ত্রিদেশীয় সিরিজের উত্তাপ। ঢাকায় এসে দুইদিন অনুশীলনের পর ১৩ জানুয়ারি জিম্বাবুইয়ে ক্রিকেটাররা বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেইদিনই শ্রীলঙ্কা দল বাংলাদেশে পা রাখবে। উত্তাপ আরও বেড়ে যাবে। বাংলাদেশ-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হওয়ার পর ২৭ জানুয়ারি পর্যন্ত তা চলবে। প্রতিটি দল সিরিজে পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় যে দুটি দল সবার ওপরে থাকবে তারাই ২৭ জানুয়ারি ফাইনালে খেলবে। সিরিজের প্রতিটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো দুপুর ১২টায় শুরু হবে। বাংলাদেশ-জিম্বাবুইয়ে প্রথম ম্যাচের পর ১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে, ১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা, ২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে, ২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুইয়ে ও ২৫ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সিরিজ শেষে জিম্বাবুইয়ে দল দেশে ফিরে যাবে। শ্রীলঙ্কা দলের বেশিরভাগ ক্রিকেটার বাংলাদেশেই থাকবেন। কারণ ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এ সিরিজে অংশ নিতে ৮ জানুয়ারি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুইয়ান ক্রিকেট বোর্ড। দলের দুই নতুন মুখ ২০ বছর বয়সী লেগস্পিনিং অলরাউন্ডার ব্র্যান্ডন মাভুতা ও ১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে। সঙ্গে অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিসও থাকছেন। দলের বাকি সদস্যরা হলেন- হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মির, ক্রেইগ এভরিন, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই চিসোরো, বেজিং মুজারাবানি, ক্রিস্টোফার পোফু ও টেন্ডাই চাতারা। গত বছর দেশের মাটিতে বাংলাদেশ কোন ওয়ানডে ম্যাচ খেলেনি। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে ১৫ মাস পর দেশের মাটিতে ওয়ানডে খেলবে বাংলাদেশ। এ বছরটি শুরুই হচ্ছে দেশের মাটিতে খেলা দিয়ে। দেশের মাটিতেই বছরের শুরুতে ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০১৬ সালের অক্টোবরের পর আবার দেশের মাটিতে ওয়ানডে খেলবে বাংলাদেশ। অবশ্য সিরিজটি হচ্ছে ত্রিদেশীয়। বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজই খেলেছে কম। ১০টি তিনজাতি সিরিজ খেলেছে। সর্বশেষ ২০০৯ সালে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। সেই সিরিজেও শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়েই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল। কোন কোন টুর্নামেন্টেও তিন দেশকে নিয়ে খেলা হয়। ১৯৯০ সালে ভারতে যেমন ভারত, শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপে বাংলাদেশও ছিল। সেটিই বাংলাদেশের প্রথম ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তান না খেলাতেই চার দেশের এশিয়া কাপ হয়নি। তিনজাতির এশিয়া কাপ হয়ে গেছে। এরপর ১৯৯৭ সালে কেনিয়ায় জিম্বাবুইয়ে ও কেনিয়ার সঙ্গে প্রেসিডেন্টস কাপ, ১৯৯৮ সালে দেশের মাটিতে ভারত, পাকিস্তানের সঙ্গে সিলভার জুবিলি ইন্ডিপেন্ডেন্স কাপ, একই বছর ভারতে ভারত ও কেনিয়ার সঙ্গে কোকাকোলা ট্রায়াঙ্গুলার সিরিজ, ১৯৯৯ সালে বাংলাদেশে কেনিয়া, জিম্বাবুইয়ের সঙ্গে মেরিল ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট, ২০০৩ সালে বাংলাদেশে ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে টিভিএস কাপ, ২০০৫ সালে ইংল্যান্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে নেটওয়েস্ট সিরিজ, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বারমুডা ও কানাডার সঙ্গে এ্যাসোসিয়েটস ট্রাই-সিরিজ, ২০০৮ সালে বাংলাদেশে ভারত ও পাকিস্তানের সঙ্গে কিটপ্লাই কাপ, ২০০৯ সালে বাংলাদেশে শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ের সঙ্গে ট্রাই-নেশন টুর্নামেন্ট, গত বছর আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে ট্রাই-নেশন সিরিজ খেলে বাংলাদেশ। ২০০৭ সালে বারমুডা ও কানাডার সঙ্গে খেলা তিনজাতি সিরিজটি ছাড়া আর কোন সিরিজেই জিততে পারেনি বাংলাদেশ। তবে ২০০৯ সালে যে দেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ের সঙ্গে সর্বশেষ তিনজাতি সিরিজ খেলেছিল বাংলাদেশ, সেটিতে লঙ্কানদের বিপক্ষে ফাইনাল খেলেছিল। এবার জেতার আশা করছে বাংলাদেশ। এবার যে বাংলাদেশ দলটি অনেক শক্তিশালী। দেশের মাটিতে অপ্রতিদ্বন্দ্বী দলেও পরিণত হয়ে উঠেছে।
×