ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুমিনুলের সেঞ্চুরিতে রানের পাহাড় পূর্বাঞ্চলের

প্রকাশিত: ০৬:০১, ১০ জানুয়ারি ২০১৮

মুমিনুলের সেঞ্চুরিতে রানের পাহাড় পূর্বাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও চূড়ান্ত দলে ছিলেন। ত্রিদেশীয় সিরিজে সেই সৌভাগ্য হয়নি। বাদ দেয়া হয়েছে মুমিনুল হককে। ‘টেস্ট স্পেশালিস্ট’ ব্যাটসম্যান হিসেবেই যে তাকে ধরে নেয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দীর্ঘ পরিসরের আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) প্রথমদিনেই বাদ পড়া মুমিনুল সেঞ্চুরি করে দেখালেন। দীর্ঘ পরিসরের ম্যাচে যে তিনি নির্ভরযোগ্য ব্যাটসম্যান তা আবারও প্রমাণ দিলেন। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২০৭ বলে ১৮ চার ও ২ ছক্কায় ১৬৯ রান করে অপরাজিতও আছেন মুমিনুল। তার এ ইনিংসে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলও রানের পাহাড় গড়েছে। এখনই ৩৪০ রান করে ফেলেছে। বিসিএলের ষষ্ঠ আসরের প্রথমদিনেই বিপাকে পড়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। বিপিএলে ব্যাট হাতে নজরকাড়া পেসার আরিফুল হকের (৪/৫৫) দুর্দান্ত বোলিংয়ে ১৮৮ রানেই গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। জবাবে কোন উইকেট না হারিয়ে ৯৩ রান করে বিসিবি উত্তরাঞ্চল। ৯৫ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল। বিকেএসপিতে দুর্দান্ত ব্যাটিং করে দেখিয়েছেন মুমিনুল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি থাকছেন। তাতো আগে থেকেই নিশ্চিত। বিসিএল খেলাতে এখন যেন ব্যাটিংয়ে আরও মজবুত হয়ে নিচ্ছেন মুমিনুল। ৪৭ রানে ওপেনার লিটন কুমার দাস (২০) আউটের পর ব্যাট হাতে নামেন পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল। সেই থেকে দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করে যান। ওপেনার ইমতিয়াজ হোসেন (৩৩) আউট হওয়ার পর ইয়াসির আলীর (৩৩) সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন। এই সময় ইয়াসির আউট হলে নিষিদ্ধ থাকা থেকে মুক্ত হওয়া মোহাম্মদ আশরাফুল (১৩) ব্যাট হাতে নেমে বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। তবে এরপর অলক কাপালী (১৯) ব্যাট হাতে বিশেষ কিছু করতে না পারলেও উইকেট আঁকড়ে থাকার চেষ্টা করেন। তাতে মুমিনুলের সঙ্গে ৫৩ রানের জুটি হয় কাপালীর। দিন শেষ হওয়ার আগে আর কোন উইকেটই হারায়নি পূর্বাঞ্চল। বিসিএলে একবারও চ্যাম্পিয়ন হতে না পারা দলটি এবার শুরুতেই দুর্দান্ত খেলা দেখাচ্ছে। মুমিনুলের জন্যই তা সম্ভব হচ্ছে। জাকির হাসানকে (৪৭*) নিয়ে এগিয়ে চলেছেন মুমিনুল। ষষ্ঠ উইকেটে দুইজন মিলে ১১৩ রানের জুটি গড়ে ফেলেছেন। মুমিনুলের সামনে ডাবল সেঞ্চুরি করার সুযোগ রয়েছে। আর ৩১ রান হলেই তা করে ফেলবেন মুমিনুল। তবে এরই মধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৮৩ ওভারে ৩৪০ রান করে ফেলেছে পূর্বাঞ্চল। চারদিনের খেলায় আজ দলকে আরও এগিয়ে নিয়ে যেতে জাকিরকে সঙ্গী করে ব্যাট হাতে নামবেন মুমিনুল। সিলেটে আরিফুল অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলে ব্যাটিংয়ে নজরকাড়া নৈপুণ্য দেখিয়েছেন আরিফুল। দীর্ঘ পরিসরে এসে বোলিং ঝলক দেখাচ্ছেন। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে পড়ে প্রথম ইনিংসে ১৮৮ রানের বেশি করতে পারেনি মধ্যাঞ্চল। ৫৬ ওভারেই অলআউট হয়ে যায় দলটি। আরিফুলের সঙ্গে শুভাশীষ রায় (২/৩৭) ও শফিউল ইসলামের (২/৩৯) গতি মিশে একাকার হয়ে গেছে। তাতে বিপদে পড়ে গেছেন মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা। ইরফান শুকুর (৫৭*) শুধু হাফসেঞ্চুরি করতে পেরেছেন। শেষদিকে পেসার তাসকিন আহমেদ (৩৪) যদি ব্যাট হাতে খানিকটা হাল না ধরতেন তাহলে বিপদ আরও বাড়ত। বাকিরা ব্যর্থ হওয়াতেই এমন বিপদ প্রথমদিনেই ঘনিয়ে এসেছে। এখনও তিনদিন খেলার বাকি আছে। দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল ঘুরে দাঁড়ালে ম্যাচ বাঁচানোর উপায় আছে। নাহলে প্রথমদিনেই মিজানুর রহমান (৪৯*) ও নাজমুল হোসেন (৪২*) মিলে যে ২৬ ওভারে ৯৩ রান করে দিন শেষ করেছেন তাতে উত্তরাঞ্চল যে বড় সংগ্রহের চেষ্টাই করবে তা বোঝাই যাচ্ছে। এ বিপদ এখন মধ্যাঞ্চল আজ বল হাতে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে উতরে যেতে পারলেই হয়। নাহলে দুইবারের চ্যাম্পিয়নদের সামনে প্রথম ম্যাচেই বিপদ রেখা ঘুরছে। স্কোর ॥ প্রথমদিন শেষে পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ পূর্বাঞ্চল প্রথম ইনিংস ৩৪০/৫; ৮৩ ওভার (মুমিনুল ১৬৯*, জাকির ৪৭*, ইয়াসির ৩৩, ইমতিয়াজ ৩৩; সাকলায়েন ২/৬৪, রাজ্জাক ২/১০৮)। উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ মধ্যাঞ্চল প্রথম ইনিংস ১৮৮/১০; ৫৬ ওভার (ইরফান ৫৭*, মেহরাব ২৭, তাসকিন ৩৪; আরিফুল ৪/৫৫)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস ৯৩/০; ২৬ ওভার (মিজানুর ৪৯*, নাজমুল ৪২*)।
×