ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যাথুসের নেতৃত্বে আসছে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:০১, ১০ জানুয়ারি ২০১৮

ম্যাথুসের নেতৃত্বে আসছে শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ দল ঘোষণাতেই প্রমাণ হলো হাতুরাসিংহে কত বড় জহুরি। হারানো জৌলুস ফিরে পাওয়ার কঠিন চ্যালেঞ্জে থিসারা পেরেরা-উপুল থারাঙ্গাদের ওপর যে নির্ভর করা যাবে না প্রথম এ্যাসাইনমেন্টেই সেটি বুঝিয়ে দিলেন নতুন শ্রীলঙ্কান কোচ। তুখোড় এ্যাঞ্জেলো ম্যাথুসকে অধিনায়ক করেই বাংলাদেশে আসছেন সাবেক টাইগার বস্। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটি। ২০১৯ বিশ্বকাপ টার্গেট করে ফের নেতৃত্বে ফেরানো হয়েছে ম্যাথুসকে। অভিজ্ঞ অলরাউন্ডার স্বীকারও করেছেন, হাতুরার পরিকল্পনাতেই পুরনো চ্যালেঞ্জটা নতুন করে নিয়েছেন তিনি। দলে থারাঙ্গা আর থিসারাও আছেন। দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস ও কুশল পেরেরাদের নিয়ে ব্যাটিং লাইন অত্যন্ত শক্তিশালী। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন শিহান মদুশঙ্কাÑ লঙ্কান ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে আলোচনায় থাকা তরুণ এই পেসারও এসেছেন হাতুরার পছন্দে। ‘যখন আমি সরে দাঁড়ালাম, আবার অধিনায়কত্ব নেয়ার কথা চিন্তাই করিনি। কিন্তু যখন আমরা ভারত সফর থেকে ফিরলাম, সভাপতি আমার সঙ্গে আলোচনা করেন। হাথু (হাতুরাসিংহে) এবং নির্বাচকরাও আমাকে আবার অধিনায়কত্ব নেয়ার কথা বিবেচনা করতে বলেন। এটা নিয়ে ভাবার জন্য আমি কয়েকদিন সময় নিয়েছি, কারণ কিছু বিষয় গ্রহণের সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে।’ মঙ্গলবার পুনরায় নেতৃত্বে ফেরার পর সংবাদ মাধ্যমকে বলেন ম্যাথুস। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ম্যাথুসের সঙ্গে কাজ করেছিলেন হাথুরা। প্রথমে শ্রীলঙ্কা ‘এ’ দলে, পরে জাতীয় দলের ছায়া কোচ হিসেবে। সেই প্রসঙ্গ টেনে ম্যাথুস আরও যোগ করেন, ‘আমি দীর্ঘদিন ধরে হাতুরাকে চিনি। আমি জানি, তিনি কিভাবে পরিচালনা করেন। তার সঙ্গে কাজ করা অনেক সহজ হবে।’ টানা ব্যর্থতার পর ২০১৭ সালের জুলাইয়ে তিন ফরমেট থেকেই স্বেচ্ছায় শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন ম্যাথুস। আর পুরনো শিষ্যকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি নতুন কোচ হাতুরা বলেন, ‘আমার বিশ্বাস, এই মুহূর্তে নেতৃত্বের জন্য আমরা একজন সেরা ক্রিকেটারকেই পেয়েছি। এখন ওর ফিটনেসের দিকে লক্ষ্য রাখতে হবে। এ জন্য আমাদের সবাইকে মিলে যতটা সম্ভব তাকে সাহায্য করতে হবে যাতে সে ইনজুরিতে না পাড়ে।’ ওদিকে আলোচিত ২২ বছর বয়সী পেসার মদুশঙ্কা এখন পর্যন্ত মাত্র তিনটি করে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। হাতুরার আগ্রহেই প্রথমবারের মতো জাতীয় দলে এসেছেন তিনি। ‘ওর গতি আছে আর এটা আপনি কোচিং করিয়ে পারবেন না। যখন আমরা পরবর্তী বিশ্বকাপে খেলব তখন আমাদের সাত-আট জন পেসার প্রয়োজন হবে, যারা অন্তত ১৫টি করে ম্যাচ খেলেছে। আমরা মদুশঙ্কাকে বেছে নিয়েছি যাকে খেলোয়াড় হিসেবে দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারব।’ বলেন এসএলসির নির্বাচক কমিটির প্রধান। রঙিন পোশাকে ২০১৭ সালটা বাজে কাটানো চান্দিমাল ওয়ানডেতে ফিরেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে। ঘরোয়া ক্রিকেটে রান পাওয়ায় ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান কুশল মেন্ডিসও। গত ডিসেম্বরে প্রথম শ্রেণীর এক ম্যাচে তিনি খেলেন ১৭৭ রানের ইনিংস। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়েকে নিয়ে আগামী ১৫ জানুয়ারি মিরপুরে শুরু ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। তার আগে ১৩ তারিখ ঢাকায় এসে পৌঁছাবে হাতুরা-ম্যাথুসের শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ওয়ানডে দল : এ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুসল পেরেরা, থিসারা পেরেরা, অসেলা গুনারতেœ, নিরোশান দিকওয়েলা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শিহান মদুশঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষ্মণ সান্দাকান ও ভানিদু হাসারাঙ্গা।
×