ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাওয়ার হ্যামলেটসের স্পীকারের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৫:৫৭, ১০ জানুয়ারি ২০১৮

টাওয়ার হ্যামলেটসের স্পীকারের সৌজন্য সাক্ষাত

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ল-নের টাওয়ার হ্যামলেটসের স্পীকার সাবিনা আখতার সৌজন্য সাক্ষাত করেছেন। মঙ্গলবার বিকেলে স্পীকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এই সাক্ষাতকালে তাঁরা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী টাওয়ার হ্যামলেটসের প্রথম নারী স্পীকার নির্বাচিত হওয়ায় সাবিনা আখতারকে অভিনন্দন জানান। তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসের স্পীকার বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হওয়ায় ব্রিটেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ স্থায়ী প্রত্যাবর্তনে জনমত তৈরিতে টাওয়ার হ্যামলেটস ভূমিকা রাখায় ধন্যবাদ জানান তিনি।
×