ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রণব মুখার্জিকে ডিলিট ডিগ্রী দিচ্ছে চবি

প্রকাশিত: ০৫:৫৬, ১০ জানুয়ারি ২০১৮

প্রণব মুখার্জিকে ডিলিট ডিগ্রী দিচ্ছে চবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ‘সম্মানসূচক ডিলিট’ ডিগ্রীতে ভূষিত করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৬ জানুয়ারি প্রণব মুখার্জির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার কথা রয়েছে। চবি প্রশাসন সূত্রে জানানো হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ওইদিন দুপুর ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন। তাঁর আগমনের পরই শুরু হবে অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে এসে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মাস্টার দা সূর্যসেন ও বীরকন্যা প্রীতিলতার নামে প্রতিষ্ঠিত দুটি আবাসিক হল পরিদর্শন করবেন।
×