ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়ার সেরা ভার্সিটির তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৫:৫৪, ১০ জানুয়ারি ২০১৮

এশিয়ার সেরা ভার্সিটির তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ অতিসম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’ এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং করেছে। শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য সেই তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কত তা এখনও জানা যায়নি। আগামী আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়া ইউনিভার্সিটিজ সামিট-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তখন জানা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৫০ এর অনেক আগে থাকবে। উত্তরা মেডিক্যালের ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে একমাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ এই পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ এই আদেশ দেয়। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে আগামী ১০ দিনের মধ্যে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে রুলের জবাব দিতে বলা হয়েছে। ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, গত ১৪ ডিসেম্বর ২০১৭-১৮ শিক্ষা বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ। ১৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
×