ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৫৩, ১০ জানুয়ারি ২০১৮

সামনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ৩০০ আসনে প্রার্থী দেয়ার ক্ষমতা জাতীয় পার্টির আছে। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। মরার আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে যেতে চাই। মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় এসব কথা বলেন তিনি। সভায় দলের কেন্দ্রীয় ও জেলা নেতারা অংশ নেন। তারা সবাই এরশাদের কাছে আগামী নির্বাচনে জাপার অবস্থান সম্পর্কে জানতে চান। এরশাদ বলেন, তোমরা শক্তি অর্জন কর। নির্বাচনের প্রস্তুতি নাও। সময়মতো নির্দেশনা পৌঁছাবে। তিনি বলেন, বর্তমানে দেশের অবস্থা ভাল নয়। আমার ধারণা, সামনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ ও বিএনপির কাছে এ দেশের মানুষ নিরাপদ নয়। শুধু দেশের মানুষ নয়, এরা একদল আরেক দলের কাছে নিরাপদ নয়। আমাদের কাছে বিএনপি, আওয়ামী লীগ ও দেশের মানুষ সবাই নিরাপদ। তিনি বলেন, জাতীয় পার্টি কোনও খেলনা না। দিন দিন আমাদের গুরুত্ব বাড়ছে। আমাদের ছাড়া আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যেতে পারবে না। সভায় উপস্থিত নেতাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পরামর্শ দিয়ে এরশাদ বলেন, আমাদের দলের আরও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। কারণ দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। শক্তি বৃদ্ধি পেলে সবাই আমাদের সঙ্গে জোট করতে হাত এগিয়ে দেবে। আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় পার্টির মহাসমাবেশে পাঁচ লাখ লোকের সমাবেশ করে ক্ষমতার জানান দিতে হবে মন্তব্য করেন তিনি। এজন্য দলের নেতাকর্মীদের সমাবেশ সফল করতে প্রতিশ্রুতি দিয়ে যেতে বলেন তিনি। বলেন, তোমরাই আমার শক্তি। তোমরা ছাড়া জাতীয় পার্টি কোন দিনই সচল থাকতে পারে না। তাই সকল কাজ এগিয়ে নিতে তোমাদের অংশগ্রহণ জরুরী। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭ মামলা হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, আমার বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছিল। খালেদার এখনও ৫টা বাকি আছে। জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে নেতা-কর্মীদের আরও উদ্যমী হওয়ার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। এজন্য নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমার মনে হয় সামনে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে কিছুই ভয় করি না। তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি আমরা দেখাতে চাই, আমরা শক্তিশালী দল।
×