ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট হামলা

আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

প্রকাশিত: ০৫:৪৫, ১০ জানুয়ারি ২০১৮

আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত এ আইনজীবীরা, তাদের আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে যুক্তিতর্ক পেশ করেন। মঙ্গলবার যুক্তিতর্কের ২৮তম দিনে পলাতক আসামি জাহাঙ্গীর আলম বদরের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সাইদুল হক, রাতুল আহমদ বাবুর পক্ষে এ্যাডভোকেট মশিউর রহমান ও মহিবুল মোত্তাকিনের পক্ষে এ্যাডভোকেট হালিমা আক্তার যুক্তিতর্ক পেশ করেন। পলাতক আসামিদের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক পেশ করা হয়। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আজ ও কাল তারিখ ধার্য রয়েছে। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে যুক্তিতর্ক পেশ করেন। এর আগে পলাতক ১৮ আসামির মধ্যে হানিফ পরিবহনের মালিক মোঃ হানিফের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার, পলাতক মোঃ খলিলের পক্ষে এ্যাডভোকেট খলিলুর রহমান খান, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে এ্যাডভোকেট আশরাফ-উল আলম, বিএনপি নেতা পলাতক হারিছ চৌধুরীর পক্ষে এ্যাডভোকেট আবু তৈয়ব ও পলাতক আনিসুল মোরসালিনের পক্ষে এ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন যুক্তিতর্ক পেশ করা শেষ করেন।
×