ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন ইম্পোরিয়া ভার্সিটির প্রতিনিধিদের সাক্ষাৎ

প্রকাশিত: ০৫:৪৪, ১০ জানুয়ারি ২০১৮

ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন ইম্পোরিয়া ভার্সিটির প্রতিনিধিদের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক ড. মার্ক ডেলির নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে। মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন, একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুর রহমান। সাক্ষাতকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক বিনিময় কর্মসূচী চালুর ব্যাপারেও মতবিনিময় করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামালউদ্দীন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ড. রাকিবুল হক উপস্থিত ছিলেন।
×