ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে নতুন বনভূমি

প্রকাশিত: ০৫:৪২, ১০ জানুয়ারি ২০১৮

ব্রিটেনে নতুন বনভূমি

ব্রিটেনের লিভারপুল থেকে হাল পর্যন্ত উত্তরাঞ্চলীয় বন যাতে নতুন করে গজায়, সে জন্য দেশটির সরকার নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে। গাছপালা পত্রপল্লবে ভরে যাবে ম্যানচেস্টার, লিডস ও ব্র্যাডফোর্ড। পঁচিশ বছর মেয়াদী পরিকল্পনায় পঞ্চাশ কোটি ডলার বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান থেকে এসব অর্থ সংগ্রহ করা হবে। এই অঞ্চলজুড়ে নতুন করে পাঁচ কোটি গাছ রোপণ করা হবে। এই পুরনো বনভূমিতে নতুন করে প্রাণ ফিরে পাবে। ইউরোপের মধ্যে সবচেয়ে বনভূমি কম ব্রিটেনের। বিভিন্ন প্রেক্ষিতে উত্তরাঞ্চলের বন কেটে উজাড় করে দেয়া হয়েছে। সেখানে মাত্র আট শতাংশ বনভূমি আছে। গাছ রোপণের মাধ্যমে আপাতত বনভূমির পরিমাণ কুড়ি শতাংশে পরিণত করা হবে। তবে পুরো পরিকল্পনায় একটা নদী উপত্যকার কথা মাথায় রাখা হয়েছে। বন্যা রোধ, মাটি ক্ষয় ও বন্যা প্রাণীর আবাসস্থলের জন্য অভয়াশ্রম তৈরি করা হবে। তবে এজন্য বিপুল অর্থ খরচ করতে হবে। এমনটা করা না হলে আগামী পঁচিশ বছরের মধ্যে পাহাড়গুলো ন্যাড়া হয়ে যাবে, বিশাল অঞ্চল বৃক্ষশূন্য হয়ে পড়বে। উডল্যান্ড ট্রাস্টের কর্মকর্তা অস্টিন ব্রাডলি বলেন, নতুন বনাঞ্চলের বিষয়টি অবমূল্যায়ন করা উচিত না। উত্তরাঞ্চলের শহরগুলোর পরিবেশের কথা মাথায় রেখে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। -বিবিসি অনলাইন
×