ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি বিষয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়

প্রকাশিত: ০৫:৪০, ১০ জানুয়ারি ২০১৮

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি বিষয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ সদ্য অনশন প্রত্যাহার করা শিক্ষকদের দাবি অনুসারে নতুন বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি বিষয়ে শীঘ্রই বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী দু’একদিনের মধ্যেই এ বৈঠক হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইতোমধ্যেই এ বিষয়ে কাজ করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন শুরু করেছেন ইবতেদায়ির শিক্ষকরা। একই দাবিতে আজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান অনশন শুরু করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, ইতোমধ্যেই নতুন বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কাজ শুরু করেছে সরকার। যার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে। এ সংক্রান্ত সব তথ্য চিঠি দেয়া হয়েছে শিক্ষা অধিদফতরকে। যত তাড়াতাড়ি সম্ভব এমপিওর কাজ শেষ করতে মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা দু’একদিনের মধ্যেই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন একজন অতিরিক্ত সচিব। গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন কর্মূসচী স্থগিত করেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। ওইদিন বিকেলে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেন শিক্ষকদের কাছে। অনশনরত শিক্ষকদের অনশন ভঙ্গ করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী এমপিওভুক্তির কাজ শুরু করতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এবং শিক্ষামন্ত্রীও এ বিষয়ে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর অনুরোধে অনশন ভেঙ্গে শিক্ষকরা বাড়ি ফিরে যান এবং শ্রেণীকক্ষে ফেরেন। এদিকে জাতীয়করণের দাবিতে ৯ দিন আন্দোলন চালিয়ে যাওয়ার পরও কোন আশ্বাস না আসায় মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন চৌধুরী বলেন, কওমী মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানবেতন জীবন-যাপন করছেন। তাই বাধ্য হয়ে ঘর-সংসার ছেড়ে টানা ৯ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন-ভাতা বাড়ালেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতাদি না বাড়িয়ে বঞ্চিত করেছে। ধর্মঘট চলার পরও সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য অমরণ অনশনের মতো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হয়েছি। আশা করি সরকার আমাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সুনির্দিষ্ট ঘোষণা দেবেন। শিক্ষা জাতীয়করণের দাবিতে শহীদ মিনারে অনশন ॥ শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে আজ বুধবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন শুরু করবেন বেসরকারী শিক্ষক-কর্মচারীরা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন শুরুর আগে শিক্ষকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার শপথ নেবেন। ইতোমধ্যেই বেসরকারী শিক্ষকদের ৫টি সংগঠনের জোট বেসরকারী শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম নামে আত্মপ্রকাশ করেছে। ফোরামের নেতা ও মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রনি বলেছেন, প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছে সরকার। আমাদের দাবি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা জাতীয়করণ।
×