ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুবায়ের হত্যা মামলা

ডেথ রেফারেন্স ও আপীলের রায় ২৩ জানুয়ারি

প্রকাশিত: ০৫:৩৬, ১০ জানুয়ারি ২০১৮

ডেথ রেফারেন্স ও আপীলের রায় ২৩ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপীলের শুনানি পিছিয়ে আগামী ১৬ জানুয়ারি ঠিক করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একই সঙ্গে এই লিভ টু আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে বলেও জানিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা মামলার কার্যক্রম স্থগিত ও পুনরায় তদন্ত চেয়ে তার করা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজী বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের আপীল ও ডেথরেফারেন্সের শুনানি শেষ হয়েছে। মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপীল শুনানি আরও দুই সপ্তাহ পিছিয়েছে। অন্যদিকে সারাদেশে কারিগরি স্কুল এ্যান্ড কলেজে শিক্ষক, পরিদর্শকসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া ২শ’ ৪১ জনকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হাইকোর্টের রায় না মানায় শিক্ষা, অর্থ ও জনপ্রশাসন সচিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ- ২০১৮ এর নির্বাচনে দুই শিক্ষকের ভোটাধিকার এবং নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। জুবায়ের হত্যা মামলার রায় ২৩ জানুয়ারি ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজী বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের আপীল ও ডেথরেফারেন্সের শুনানি শেষ হয়েছে। মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল এবং তার সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি জুবায়ের আহমেদ হত্যা মামলার রায়ে পাঁচজনকে ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দু’জনকে খালাস দেয়া হয়। ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। আসামিরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। ফাঁসির দ-াদেশ পাওয়া আসামিরা হলেনÑ প্রাণিবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রইছ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের রাশেদুল ইসলাম রাজু ও সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম। তাদের মধ্যে রাশেদুল ইসলাম রাজু ছাড়া বাকি ৪ জন পলাতক। যাবজ্জীবন কারাদ-ের আদেশ পাওয়া আসামিরা হলেনÑ পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু ও অভিনন্দন কুন্ডুু অভি, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ ও ইশতিয়াক মেহবুব অরূপ, ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম এবং অণু জীববিজ্ঞান বিভাগের ছাত্র নাজমুস সাকিব তপু। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিদের মধ্যে অরূপ পলাতক, বাকিরা কারাগারে রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপীলের শুনানি পিছিয়ে আগামী ১৬ জানুয়ারি দিন ঠিক করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত আপাতত চলতে বাধা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ড. খন্দকার মোশাররফের মামলা চলতে বাধা নেই ॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা মামলার কার্যক্রম স্থগিত ও পুনরায় তদন্ত চেয়ে তার করা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে স্বাভাবিক নিয়মে মামলার কার্যক্রম চলেত বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন মোশাররফের আইনজীবী খন্দকার মারুফ হোসেন। এ সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খন্দকার মোশাররফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও খন্দকার মারুফ হোসেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আপীল শুনানি পিছিয়েছে ॥ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপীল শুনানি আরও দুই সপ্তাহ পিছিয়েছে। রিটকারীর পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারী মোঃ বদিউজ্জামানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১১ সালের ৩ মার্চ লিভ টু আপীল গ্রহণ করেন আপীল বিভাগ। আদালত অবমাননার রুল ॥ সারাদেশে কারিগরি স্কুল এ্যান্ড কলেজে শিক্ষক, পরিদর্শকসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া ২শ’ ৪১ জনকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হাইকোর্টের রায় না মানায় শিক্ষা, অর্থ ও জনপ্রশাসন সচিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। নিয়োগপ্রাপ্তদের পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন ও এ্যাডভোকেট মিজানুর রহমান।
×