ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আজ উদ্বোধন

প্রকাশিত: ০৫:৩২, ১০ জানুয়ারি ২০১৮

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে আজ বুধবার দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালাবে স্বাস্থ্য মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকাল ১০টায় জাতীয় জাদুঘরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করবেন। ঝুঁকিপূর্ণ দম্পতির বিনামূল্যে গর্ভস্থ ভ্রুণ পরীক্ষা করা এবং থ্যালাসেমিয়া রোগীর জাতীয় রেজিস্ট্রি কার্যক্রম গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৮ সালের মধ্যে বাংলাদেশে থ্যালাসেমিয়া থাকবে না বলে কার্যক্রমের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ ও পরিচালক (হাসপাতাল) ডাঃ কাজী জাহাঙ্গীর হোসেইন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, থ্যালাসেমিয়ার জিন বহন করছে, দেশে এমন মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। বংশগত এই রোগ নিয়ে প্রতি বছর দেশে সাত হাজার শিশু জন্ম নিচ্ছে। থ্যালাসেমিয়ার বাহকদের মধ্যে বিয়ে হলে এ রোগের বিস্তার ঘটে। এ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তশূন্যতা দেখা দেবে, পেটের প্লিহা বড় হয়ে যাবে, তাকে ফ্যাকাশে দেখাবে। দেশে রক্তশূন্যতাজনিত রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।
×