ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ ও জাসদ ঐক্য থাকলে মুক্তিযুদ্ধের শক্তি বিজয়ী হয় ॥ ইনু

প্রকাশিত: ০৫:৩২, ১০ জানুয়ারি ২০১৮

আওয়ামী লীগ ও জাসদ ঐক্য থাকলে মুক্তিযুদ্ধের শক্তি বিজয়ী হয় ॥ ইনু

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৯ জানুয়ারি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন রাজাকার খুনীদের বিচ্ছিন্ন করতে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি। এখনও জোটে আছি আগামীতেও থাকব। কারণ আওয়ামী লীগ ও জাসদ ঐক্য থাকলে মুক্তিযুদ্ধের শক্তি বিজয়ী হয়। আমরা সবাই মিলে রাজাকার ও জঙ্গীমুক্ত দেশ গড়তে চাই। মঙ্গলবার উপজেলার চ-ীপাশা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী প্রশ্ন করে বলেন, রাজাকার যদি খারাপ হয়, তাহলে রাজাকারের পৃষ্ঠপোষক খালেদা জিয়া কেন খারাপ হবে না ? জঙ্গীবাদ যদি খারাপ হয়, তাহলে জঙ্গীবাদের জন্মদাতা খালেদা জিয়া কেন খারাপ হবে না ? বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে আপস করা মানে বঙ্গবন্ধুর খুনিকে রক্ষা করা। রাজাকার ও জঙ্গীদের সঙ্গে আপস করা। খালেদার কাছে ক্ষমতা যাওয়া মানে রাজাকার, সন্ত্রাস ও জঙ্গীদের কাছে ক্ষমতা যাওয়া। তাই দেশকে জঙ্গী ও রাজাকারমুক্ত করতে হলে খালেদাকে ক্ষমতার বাইরে রাখতে হবে। হাসানুল হক ইনু বলেন, দেশে একবার রাজাকারের সরকার আরেকবার মুক্তিযোদ্ধাদের সরকার এই খেলা বন্ধ করতে হবে। আমরা চাই এই বাংলায় কোন রাজাকারের সরকার আর না আসুক। তিনি আরও বলেন, সংবিধান রক্ষা করতে আগামী ২০১৮ সালের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন। আমি কোন নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। আমি রাজাকার ও জঙ্গীদের বিরুদ্ধে কথা বলতে চাই। এ দেশের মাটিকে খাঁটি করতে হলে রাজাকার ও জঙ্গীমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে হবে। জাসদ সভাপতি বলেন, খালেদা জিয়া মামলা থেকে বাঁচতে নির্বাচন নিয়ে দর কষাকষি করছেন। তার সহায়ক সরকার প্রস্তাব নির্বাচন বানচাল করার চেষ্টা। তিনি সহায়ক নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। নির্বাচন হবে এবং নির্বাচনে খালেদা ও জঙ্গী-রাজাকারমুক্ত রেখেই শেখ হাসিনার সঙ্গে ঐক্য গড়ে তুলব। উপজেলা জাসদের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমরু মিয়ার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিউল্লাহ শফি, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, কেন্দ্রীয় শ্রমিক জুটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ময়মনসিংহ মহানগর সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলাম মিন্টু, জেলা জাসদ সভাপতি এ্যাডভোকেট গিয়াস উদ্দিন, জেলা জাসদ নেতা, ওবায়দুর রহমান চুন্নু, এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, এ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন প্রমুখ। সভায় হাসানুল হক ইনু আগামী সংসদ নির্বাচনে ১৪ দল তথা জাসদের প্রার্থী হিসেবে ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট গিয়াস উদ্দিনকে পরিচয় করিয়ে দেন।
×