ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১০, ১০ জানুয়ারি ২০১৮

টুকরো খবর

জামায়াত ক্যাডারসহ গ্রেফতার ৪ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতকানিয়ায় পুলিশের ওপর হামলা ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১০ মামলার আসামি জামায়াত ক্যাডারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে গ্রেফতার করা এ চারজনকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, সকালে নগরীর সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক শিবির কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তবে একই শিক্ষার্থীকে নিজেদের গ্রুপের দাবি করে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে ছাত্রলীগের অপর অংশ। জানা যায়, সাতকানিয়া থেকে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলো- পৌর এলাকার বোয়ালিয়াপাড়া রূপকানিয়ার আবদুল্লাহ আল ফারুক ওরফে মোহাম্মদ ফারুক, উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মোঃ শাহাদাত, মনেয়াবাদ পুরানগড় এলাকার মোঃ ফরহাদ এবং গোয়াজরপাড়া এলাকার মোঃ জাবেদ। এর মধ্যে ফারুক বিভিন্ন অভিযোগে ১০ মামলার আসামি। এলাকায় তিনি জামায়াত ক্যাডার হিসেবে চিহ্নিত। ২০১৩-১৪ সালে জামায়াত শিবিরের তা-বের সময় পুলিশের ওপর হামলা, সরকারী বেসরকারী যানবাহন ও স্থাপনা ভাংচুর এবং অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র আইন ও নাশকতামূলক কর্মকা-ে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এ দিকে, মঙ্গলবার সকালে নগরীর সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে ইউসুফ উদ্দিন খোকা (২০) নামের ছাত্র শিবিরের এক কর্মীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তবে ইউসুফকে নিজেদের কর্মী দাবি করে থানায় গিয়ে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে ছাত্রলীগের অপর অংশটি। হত্যাকারীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৯ জানুয়ারি ॥ ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক অনল বিকাশ চাকমা প্লুটোর ও সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে তাদের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাঙ্গামাটির কুতুকছড়িতে সংবাদ সম্মেলন করা হয়েছে। কুতুবছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অনল বিকাশ চাকমা প্লুটের স্ত্রী আলপনা চাকমা ও অনাদী রঞ্জন চাকমার স্ত্রী মনাদেবী চাকমাসহ দুই পরিবারের ১৬ সদস্য উপস্থিত ছিলেন। তারা তাদের স্বামী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। গত কয়েকদিন আগে তাদের সন্ত্রাসীরা হত্যা করেছে। চেক চুরি করে টাকা উত্তোলন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলায় বিআরডিবি’র পল্লী জীবিকায়ন প্রকল্প-২ এর চেক বই চুরি করে সরকারী তিন লাখ টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিষয়টি ফাঁস হয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। উপজেলা প্রকল্প কর্মকর্তা এরমান আলী জানান, ওই চেক বইয়ের দুটি পাতা অফিসের কাজে ব্যবহার করার পর আট পাতার চেক বইটি হিসাবরক্ষণ কর্মকর্তা ফজলে খোদার কাছে রক্ষিত ছিল। কিন্তু মঙ্গলবার সকালে তিনি বলেন ওই চেক বইটি খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির পর না পেয়ে সোনালী ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় আগের দিন সোমবার সোনালী ব্যাংক হতে চান্দখানা মসজিদপাড়া মহিলা বিত্তহীন সমবায় সমিতির নামে চেকের মাধ্যমে তিন লাখ টাকা উত্তোলন করা হয়েছে। ওই চেকে নাকি আমার স্বাক্ষর ছিল। কিন্তু আমি ওই চেকে কোন স্বাক্ষর করিনি। কেউ স্বাক্ষর জাল করে থাকতে পারে। তিনি বলেন, চেক ছিল হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে। হিসাবরক্ষণ কর্মকর্তা ফজলে খোদা জানান, আমি অফিসের টেবিলের ড্রয়ারে চেক বই রেখেছিলাম। মঙ্গলবার ড্রয়ার খুলে দেখি চেক বইটি নেই। পরে জানতে পারি প্রকল্প কর্মকর্তা এরমান আলীর স্বাক্ষরে তিন লাখ টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে। ডোমার সোনালী ব্যাংক কর্মকর্তা মাহমুদুজ্জামান সুমন তিন লাখ টাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত করেন। বাদী ও সাক্ষীকে হুমকি সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৯ জানুয়ারি ॥ মামলা তুলে না নেয়ায়, রংপুরের বদরগঞ্জে সায়েদা বেগম (৫৭) হত্যার মামলার বাদী ও সাক্ষীকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ওই মামলার মূল আসামি ইউনুছ আলী ও তার লোকজনদের হুমকি-ধামকিতে দিশেহারা হয়ে পড়েছেন সায়েদার পরিবারের লোকজন ও মামলার সাক্ষীরা। এরই মধ্যে মামলার বাদী ও সাক্ষীদের ওপর কয়েকবার হামলা চালিয়েছে হত্যাকারীরা। এ ঘটনায় থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দিলেও পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। আসামিদের অব্যাহত হুমকিতে বাদী ও তার পরিবারের লোকজনরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মঙ্গলবার মামলা সূত্রে জানা যায়, উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী বানিয়াপাড়া গ্রামের সায়েদা বেগম ও তার ভাতিজা সাবেক ইউপি সদস্য মমিনুল হকের সঙ্গে ২৯ শতক আবাদি জমি নিয়ে একই গ্রামের ইউনুছ আলীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বছরের ১৫ অক্টোবর সকালে সায়েদার বাড়িতে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা দিয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় ইউনুছ আলী ও তার লোকজন সায়েদাকে কুপিয়ে হত্যা করে। গৃহবধূকে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না দেয়ায় শ্বশুরবাড়ির লোকজন চার বছরের শিশুকে আটকে রেখে সালমা বেগম নামে এক এক গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ সালমা বেগম আড়াইহাজার উপজেলার গির্দা এলাকার নুরু মিয়ার মেয়ে। গৃহবধূ সালমা বেগম জানান, ৫ বছর আগে উপজেলার কাঞ্চন খাঁপাড়া এলাকার মৃত মানিক খানের ছেলে আল-আমিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় ৩ লাখ ২০ হাজার টাকা ও ৮০ হাজার টাকার স্বর্ণালঙ্কার দেয়া হয়। বিয়ের পর তাদের সংসারে ফাতেমা (৪) নামে একটি মেয়ের জন্ম হয়। সন্তান জন্মের বেশ কিছুদিন পরই সালমা বেগমকে কিছু না জানিয়ে স্বামী আল-আমিন বিদেশে চলে যায়। বেশ কিছুদিন ধরেই স্বামী আল-আমিনের নির্দেশে শাশুড়ি নূর বেগম, ভাসুর সেলিম গৃহবধূ সালমা বেগমকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে আসছিল। মঙ্গলবার সকালে তাকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা এনে দিতে বলা হয়। যৌতুক এনে দিতে অস্বীকার করায় অভিযুক্তরা সালমা বেগমকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। এ সময় শ্বশুরবাড়ির লোকজন ৪ বছরের শিশু ফাতেমাকে আটকে রেখে সালমা বেগমকে বাড়ি থেকে বের করে দেয়। আসামিদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৯ জানুয়ারি ॥ মৌলভীবাজারে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে একই গ্রুপের প্রতিপক্ষের হাতে খুন হওয়া ছাত্রলীগ নেতা শাবাব ও মাহির খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুুপুরে মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষার্থী রিফাত রিমির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. ফজলুল আলী, শিক্ষক রিশিকেষ ধর, ক্রীড়া সংগঠক শাম্মির হাবিব চৌধুরী রবিন, শাবাবের বাবা আবু বক্কর সিদ্দিকি, মা সেলিনা রহমান চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বক্তারা আসামিদের গ্রেফতার ও আইনী প্রক্রিয়ায় ফাঁসির দাবি করেন।
×