ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৬-২৭ জানুয়ারি কন্যা উৎসব

প্রকাশিত: ০৪:০৯, ১০ জানুয়ারি ২০১৮

২৬-২৭ জানুয়ারি কন্যা উৎসব

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৯ জানুয়ারি ॥ বিভিন্ন জেলা ও পৃথিবীর বিভিন্ন দেশে থাকা ঝালকাঠির কন্যাদের নিয়ে কন্যা উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কন্যা উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এই প্রথম কন্যা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সোমবার রাত ৮টায় ঝালকাঠি শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আয়োজকরা এসব তথ্য জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা, পৌর কাউন্সিলর নাসিমা কামাল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার প্রমুখ। ফ্রি চিকিৎসা ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৯ জানুয়ারি ॥ সাভার সেনাবাহিনীর ব্যবস্থাপনায় মানিকগঞ্জে গবাদি প্রাণী ও হাঁস-মুরগির বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন কর্নেল এসএম আজিজুল করিম হুসাইনী। বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চল ব্যবস্থাপনায় জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় সারাদিন ব্যাপী বিনামূল্যে ক্যাম্পে সহ¯্রাধিক গরু, দুই হাজার ছাগল ও ভেড়া ও পাঁচ হাজার হাঁস-মুরগির চিকিৎসা ও ফ্রি ঔষুধ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন লে. কর্নেল পলাশ কুমার ভট্টাচার্য, লে. কর্নেল রেজাউল করিম পি.এসসি, মেজর মুক্তারুজ্জামান, মেজর প্রণব কান্তি সাহা, ক্যাপ্টেন পিয়াস কুমার ঘোষ প্রমুখ।
×