ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূর লাশ ফেলে পলায়ন

প্রকাশিত: ০৪:০৯, ১০ জানুয়ারি ২০১৮

স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূর লাশ ফেলে পলায়ন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দুপুর ২টার দিকে ঋতিকা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন। পরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শ্রীনগর থানার এসআই আতিকুর রহমান জানান, ঋতিকাকে মুর্মুষু অবস্থায় মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শ^শুরবাড়ির লোকজন। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার গৃহবধূকে মৃত ঘোষণা করেন। এরপরই গৃহবধূর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলেই পালিয়ে যায় শ^শুরবাড়ির লোকজন। বাউফলে ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ জানুয়ারি ॥ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও চীফ হুইপ পুত্র রায়হান সাকিব কর্তৃক ছাত্রলীগের অবৈধ ইউনিয়ন কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কু-পট্টিস্থ দলীয় কার্যালয় এ অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ বলেন, গত ২ জানুয়ারি বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে চীফ হুইপ আসম ফিরোজ এমপির পুত্র রায়হান সাকিব ইউনিয়ন ছাত্রলীগের যে কমিটি গঠন করেছেন তা গঠনতন্ত্র পরিপন্থী। তিনি এ কমিটি গঠন করার ক্ষমতা রাখেন না। খবর পেয়ে আমরা তাকে কমিটি গঠন না করার অনুরোধ করি। তিনি সেই অনুরোধ উপেক্ষা করেন। শুধু তাই নয়, আমাদের শায়েস্তা করার জন্য চীফ হুইপের নির্দেশে ১৫ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দিয়েছেন।
×