ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

অসচ্ছল পরিবারের সন্তানরাও উচ্চ শিক্ষা লাভ করছে ॥ উপাচার্য

প্রকাশিত: ০৪:০৮, ১০ জানুয়ারি ২০১৮

অসচ্ছল পরিবারের সন্তানরাও উচ্চ শিক্ষা লাভ করছে ॥ উপাচার্য

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৫০ কলেজের মাধ্যমে সারাদেশের অসচ্ছল পরিবারের লাখ লাখ শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ লাভ করছে। তিনি মঙ্গলবার সদর উপজেলার ভাওয়ালগড়ের ভবানীপুরস্থিত মুক্তিযোদ্ধা কলেজে একাডেমিক ভবন উদ্বোধন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রহমত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংসদ সদস্য সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা রহমত আলী বলেন, জ্ঞানই শক্তি এবং জ্ঞানই সৃষ্টি। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ জানুয়ারি ॥ নওগাঁর সাপাহার উপজেলা সদরে অবস্থিত ‘গিয়াস মার্কেটে’র দুটি দোকান ঘর জবর দখল করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাজাহান আলী। ওই দু’টি দোকান ঘর দখল করে তা প্রাচীর তুলে দখলের চেষ্টা করছেন। মঙ্গলবার এমন অভিযোগে ওই মার্কেটের মালিক হাজেরা বেগম গং বাদী হয়ে আদালতে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী, ইসমাইল হোসেন, ফুহাদ হোসেন, আমজাদ হোসেন ও বাবুল হোসেনকে বিবাদী করে মামলা করেছেন। এ ব্যাপারে শাহাজাহান আলী জানান, জমিটি তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত। তার বিরুদ্ধে অন্যের জমি বা মার্কেটের দোকানঘর দখলের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
×