ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারপিট ॥ ১২ পুলিশ ক্লোজড

প্রকাশিত: ০৪:০৮, ১০ জানুয়ারি ২০১৮

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারপিট ॥ ১২ পুলিশ ক্লোজড

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বটিয়াঘাটা উপজেলার বাইনতলা এলাকায় বোন ও তার সহপাঠীদের যৌন হয়রানির প্রতিবাদ করায় তারেক মাহমুদ নামে এক যুবককে বেদম মারপিট করেছে বাইনতলা ক্যাম্পের ৫ পুলিশ সদস্য। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী বাইনতলা পুলিশ ক্যাম্প ঘেরাও করে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দায়ী ৫ পুলিশ সদস্যসহ ক্যাম্পের ১২ সদস্যকে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে। বটিয়াঘাটা থানার আমিরপুর ইউনিয়নের নারায়নখালী গ্রমের মুজিবুর রহমান বলেন, তার মেয়ে বাইনতলা স্কুল এ্যান্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্রী। খারাবাদ-বাইনতলা পুলিশ ফাঁড়ির সামনে থেকে যাওয়ার সময় কনস্টেবল নাঈম, মামুন, রিয়াজ, আবির ও নায়েক জাহিদ প্রায়ই তাকে যৌন হয়রানি করে। মঙ্গলবার সকালে তার মেয়ে কয়েক সহপাঠীসহ স্কুলে যাওয়ার সময় ক্যাম্পের ওই সদস্যরা একই কাজ করে। তার মেয়ে পুলিশ ফাঁড়ির সামনের দোকানে এসে তার ভাই তারেক মাহমুদকে বিষয়টি বলে। তারেক ক্যাম্প ইনচার্জ এএসআই তারেকুজ্জামানকে বিষয়টি জানাতে যায়। কিন্তু তিনি ক্যাম্পে না থাকায় তারেক দোকানে চলে আসে। পরে অভিযুক্ত ওই ৫ পুলিশ কনস্টেবল দোকানে এসে তারেককে মারধর করে ক্যাম্পে নিয়ে যায়। যাওয়ার আগে তারা দোকান ভাংচুর করে। খবর পেয়ে আশপাশের দোকানি ও গ্রামের লোকজন বাইনতলা পুলিশ ক্যাম্প ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া আমীরপুর ইউপি চেয়ারম্যান মিলন গোলদারও সেখানে যান। বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক মামুন উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
×