ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রবীণ ভাতা ও উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৪:০৪, ১০ জানুয়ারি ২০১৮

প্রবীণ ভাতা ও উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৯ জানুয়ারি ॥ উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে মঙ্গলবার সকালে সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের দুস্থ ও অসহায় প্রবীণদের মাঝে মাসিক ভাতা, শীতের চাদর, কম্বল ও লাঠি বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এসব সামগ্রী বিতরণ করা হয়। সিংহেরবাংলা ইউনিয়নের সমৃদ্ধি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও সাবিহা সুলতানা, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, স্বাবলম্বীর কর্মসূচী পরিচালক কাজী ছহুল আহমেদ ও স্বপন কুমার পাল প্রমুখ। কম্বল বিতরণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু-কিশোরদের শীতের কম্বল বিতরণের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেনা বাহিনী। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল জি,এম সোহাগ জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি ডিজেবল পিপল্স অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সেন্টারে প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এ সময় প্রতিষ্ঠানের সভাপতি বীরবাহু চাকমা ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে শতাধিক পাহাড়ী-বাঙালী প্রতিবন্ধী বিভিন্ন বয়সের শিশু কিশোর ছাত্রছাত্রী রয়েছে।
×