ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফোন-আসক্তি ঠেকাতে

প্রকাশিত: ০৪:০১, ১০ জানুয়ারি ২০১৮

ফোন-আসক্তি ঠেকাতে

শিশুরা স্মার্টফোন বা ট্যাব নিয়ে এত বেশি সময় কাটাচ্ছে যে অনেক অভিভাবকই এতে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ্যাপলে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে পার্টনার্স এবং ক্যালিফোর্নিয়া টিচার্স পেনশন ফান্ড নামে দুটি প্রতিষ্ঠান। এক চিঠিতে এ্যাপলকে বাচ্চাদের স্মার্টফোন আসক্তি কমাতে এতে ডিজিটাল লক চালু করার আহ্বান জানিয়েছে তারা। শিশুদের প্রযুক্তি ব্যবহার নিয়ে গবেষণা করছেন-এমন শিক্ষাবিদরা একে স্বাগত জানালেও এ্যাপল এ বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি। -সিনেট এ্যালিগেটর লিলি প্যারাগুয়েতে এ্যালিগেটর লিলি দেখতে দলে দলে ছুটছেন পর্যটকরা। প্যারাগুয়ের আসুনসিয়ন থেকে ২৫ কিলোমিটার উত্তরে এক লেগুন ভরে আছে ওয়াটার লিলিতে। বৈজ্ঞানিক নাম ভিক্টোরিয়া ক্রুইজিয়ানা তবে স্থানীয়রা ডাকে এ্যালিগেটর লিলি নামে। এ পানিতে জন্মানো এ গাছটির একেকটি পাতার আয়তন অন্তত ৫ ফিট। এর বিশাল আকৃতির পাতার নিচে অনায়াসে একটি ছোটখাটো কুমির লুকিয়ে থাকতে পারে, তাই স্থানীয়রা একে এ্যালিগেটর লিলি নামে ডাকে। -এএফপি
×