ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইংলাক এখন লন্ডনে!

প্রকাশিত: ০৩:৫৮, ১০ জানুয়ারি ২০১৮

ইংলাক এখন লন্ডনে!

চালে ভর্তুকি দিয়ে রাষ্ট্রের শত কোটি ডলার ক্ষতি করার দায়ে পাঁচ বছরের কারাদ-ে দ-িত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে লন্ডনে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংলাকের দুটি ছবি ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদোয়াইনাই পলাতক সাবেক প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে অবস্থানের কথা নিশ্চিত করেন। ছবি দুটির একটিতে সাবেক প্রধানমন্ত্রীকে লাল কোট পরিহিত এক নারীর সঙ্গে লন্ডনের হ্যারড ডিপার্টমেন্ট স্টোরে এবং অন্যটিতে তাকে ওয়েস্টফিল্ড শপিং মলের কাছে দেখা গেছে। ছবি দুটির সত্যতা নিশ্চিত করতে না পারলেও থাইল্যান্ডের পুলিশ পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছে, ছবিগুলো আসল। -ওয়েবসাইট আফগানিস্তানে তালেবানের ৩ সদস্য গ্রেফতার আফগান পুলিশ তালেবানের সিনিয়র তিন সদস্যকে গ্রেফতার করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আফগান পুলিশ পাকতিকা প্রদেশের জিরুক এলাকায় তালেবান জঙ্গী গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ সন্ত্রাসী গ্রুপের তিন সিনিয়র সদস্যকে গ্রেফতার করে।’ গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ না করে বিবৃতিতে আরও বলা হয়, গ্রুপটি পাকতিকা প্রদেশের বিভিন্নস্থানে সন্ত্রাসী কর্মকা- চালানোর প্রধান পরিকল্পক। -সিনহুয়া
×