ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষ নিরাপত্তা সুবিধা স্থগিত

সালভাদরের ২ লাখ অধিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ০৩:৫৭, ১০ জানুয়ারি ২০১৮

সালভাদরের ২ লাখ অধিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

মার্কিন প্রশাসন সোমবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী সালভাদরের দুই লাখ অভিবাসন প্রত্যাশীর বিশেষ নিরাপত্তা সুবিধা স্থগিত করার ঘোষণা দিয়েছে। শীঘ্রই তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ করে নিজ দেশে ফিরে যেতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে এটি স্পষ্ট করা হয়েছে যে, নির্দিষ্ট সময় শেষ হলে যুক্তরাষ্ট্রে এদের বসবাস ও কাজ করার অনুমতি বাতিল করা হবে। যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য এল সালভাদরের অভিবাসীরা এখন সময় পাচ্ছে ২০১৯ সাল পর্যন্ত। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে ২০০১ সালে কয়েক দফা ভয়াবহ ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের মানবিক কর্মসূচী ‘টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) এর আওতায় অভিবাসনের সুযোগ পেয়েছিল ওই দেশের নাগরিকরা। ২০০১ সাল পরবর্তী প্রায় ১৭ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট এসে এল সালভাদরের অবনতিশীল পরিস্থিতির বিবেচনায় তাদের জন্য টিপিএস বহাল রাখেন। -এএফপি
×