ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপরাহ উইনফ্রে প্রেসিডেন্ট প্রার্থী?

প্রকাশিত: ০৩:৫৭, ১০ জানুয়ারি ২০১৮

অপরাহ উইনফ্রে প্রেসিডেন্ট প্রার্থী?

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা ভাবছেন দেশটির জনপ্রিয় টেলিভিশন টকশো উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। সোমবার সিএনএনকে উইনফ্রের দুই ঘনিষ্ঠ বন্ধু জানান, তিনি খুব সক্রিয়ভাবেই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছেন। রবিবার গোল্ডেন গ্লোবসের সানডে নাইটে প্রোগ্রামে ব্যতিক্রমী বক্তৃতা দেন অপরাহ উইনফ্রে। ৭৫তম গোল্ডেন গ্লোবস এ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তার ওই বক্তব্যের পরই ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইনফ্রে লড়তে পারেন বলে জল্পনা সৃষ্টি হয়েছে। উইনফ্রের কয়েকজন আস্থাভাজন সহযোগীও তাকে ব্যক্তিগতভাবে নির্বাচনী দৌড়ে নামার জন্য উৎসাহিত করছেন। তবে অপরাহ উইনফ্রে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তার এক বন্ধু। উইনফ্রের একজন প্রতিনিধির কাছে নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি জানতে চাওয়া হলে তিনিও তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া ২০১৮ সালের মাঝামাঝির আগে শুরু করা যাবে না। তবে এখন থেকেই অনেক প্রার্থী প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন, কেউ কেউ ধর্না দিচ্ছেন আইওয়ায় দলটির প্রধান কার্যালয়ে। রবিবার অপরাহ উইনফ্রে গোল্ডেন গ্লোবসের সিসিল বি. ডিমেল পুরস্কার নেয়ার পর বিনোদন বিশ্বে প্রেসিডেন্ট উইনফ্রে রব ওঠে। আর এরপরই সকালে টিভি চ্যানেলগুলোতে প্রেসিডেন্ট পদে অপরাহ? শিরোনামে দিনের প্রধান খবর প্রচারিত হয়েছে। -ইয়াহু নিউজ
×