ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসছে ঢাকা আর্ট থিয়েটারের ‘আঙ্গুল উপাখ্যান’

প্রকাশিত: ০৭:০১, ৯ জানুয়ারি ২০১৮

আসছে ঢাকা আর্ট থিয়েটারের ‘আঙ্গুল উপাখ্যান’

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা অর্জনের ৪৬তম বার্ষিকীর বিজয় আনন্দ উদযাপনে বছরের শুরুতেই নতুন প্রযোজনা মঞ্চে আনছে ঢাকার মঞ্চে অন্যতম তারুণ্য নির্ভার সংগঠন ঢাকা আর্ট থিয়েটার। ‘আঙ্গুল উপাখ্যান’ নামে নাটকটি মঞ্চে আনছে তারা। নতুন নাটকটি দলের ষষ্ঠ প্রযোজনা। উপমহাদেশের প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্রের ‘চোখে আঙ্গুল দাদা’ অবলম্বনে এর পুনর্বিন্যাস, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন হায়দার মোহাম্মদ জিতু। এ ছাড়া নাটকে হায়দার মোহাম্মদ জিতু রচিত ‘অন্ধকার উপাখ্যান’ কবিতা সংযোজন করা হয়েছে। চলতি মাসেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। ‘আঙ্গুল উপাখ্যান’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তৌহিদুল ইসলাম শামীম, আবুল কালাম আজাদ, প্রিন্স জন, ফয়সাল আহমেদ, কানিজ ফাতেমা সিমি, সাজিদা মিলা, কামরুজ্জামান সাকিব, সানজিদা মিলাসহ অনেকে। নাটকের নেপথ্যে রয়েছেন মঞ্চ, আলোক পরিকল্পনা ও আলোক প্রক্ষেপণ হায়দার মোহাম্মদ জিতু, পোশাক ও সঙ্গীত পরিকলাপনায় রাবেয়া খাতুন রাবু। হায়দার মোহাম্মদ জিতু বলেন, শব্দের দোহাইয়ে আঙ্গুল উপাখ্যান জগতে পরম বলতে কিছু নেই। নির্মাণ-বিনির্মাণের স্রোতে এখানে প্রতিনিয়ত সংঘর্ষ চলে, টিকে থাকার। সেই টিকে থাকার একটা চেষ্টা এই প্রযোজনা। আর আপনার উপস্থিতিই তার ফল। ‘আঙ্গুল উপাখ্যান’ প্রযোজনা বর্তমান সমাজ বাজারের ক্ষমতাকেন্দ্রিক শ্রেণী দুর্বৃত্তায়ন এবং উপর্যুপরি ধর্ষণের একটি উলঙ্গ চিত্রপট। যেখানে ক্ষমতাকে সঙ্গম সুখে গ্রহণে মানুষ মানুষে চলে জন্তুর লড়াই। পাশাপাশি এতে উন্মোচিত হয় বুদ্ধির দোহাইয়ে এক শ্রেণীর ভোগবাদী চিন্তা। যা পূরণের লোভে তারা প্রভুকেও করেন প্রশ্নবিদ্ধ। এই প্রযোজনায় সহায়ক সারথি হিসেবে যুক্ত করা হয়েছে মনোজ মিত্রের নাটক ‘চোখে আঙ্গুল দাদা’ এবং আমার কবিতা ‘অন্ধকার উপাখ্যান’। পাশাপাশি যুক্ত করা হয়েছে সমকালীন সমাজ বাস্তবতার কিছু খ- ঘটনাকে। আমাদের নিবেদনের উদ্দেশ্য প্রযোজনার সার্থকতা খোঁজা নয়। বরং শিল্পের আদি সন্তান নাটকের আশ্রয়ে আপনার সামাজিক যন্ত্রণাকে আরেকবার উস্কে দেয়া। পাশাপাশি শিল্পের স্বতন্ত্র রাজনৈতিক নৈতিকতার ভাষায় আপনার পাশে দাঁড়ানো।
×