ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

প্রকাশিত: ০৬:৫৬, ৯ জানুয়ারি ২০১৮

এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ মন্দ সময় পার করা আর্সেনাল এবার ইংলিশ এফএ কাপ ফুটবল থেকেও বিদায় নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে শিরোপা জয়ের স্বপ্ন আগেই শেষ। দ্বিতীয় বিভাগের দল নটিংহ্যাম ফরেস্টের কাছে ৪-২ গোলে হেরে চতুর্থ রাউন্ডের আগেই তল্পিতল্পা গোছাতে হয়েছে গানার্সদের। রবিবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্সেনালকে বিদায় করে আলোচনার জন্ম দিয়েছে নটিংহ্যাম। ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনালের হয়ে এ ম্যাচে ডাগআউটে ছিলেন না কোচ আর্সেন ওয়েঙ্গার। রেফারির সমালোচনা করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ম্যাচের ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার এরিক লিচার্জের গোলে পিছিয়ে পড়ার তিন মিনিট পর আর্সেনালকে সমতায় ফেরান জার্মান ডিফেন্ডার পের মার্টেসাকার। ৪৪ মিনিটে এরিকের দ্বিতীয় গোলে ফের পিছিয়ে পড়ে আর্সেনাল। ৬৪ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড বেন ব্রেরেটনের সফল স্পট কিকে কোণঠাসা হয়ে পড়ে অতিথিরা। ৭৯ মিনিটে ড্যানি ওয়েলবেকের ব্যবধান কমানো গোলে আশা জাগে আর্সেনালের। কিন্তু ছয় মিনিট পর আরেকটি পেনাল্টি গোলে নটিংহ্যামের অসাধারণ এক জয় নিশ্চিত করেন ইংলিশ মিডফিল্ডার কিয়েরন ডাওয়েল। শেষদিকে ইংলিশ ডিফেন্ডার জো ওয়ারল লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় নটিংহ্যাম। তবে ১৯৭৮-৭৯ ও ৭৯-৮০ মৌসুমে টানা দুইবার ইউরোপ সেরা হওয়া দলটির দুর্দান্ত জয়ের পথে তা কোন বাধা হয়নি। নিষেধাজ্ঞার কারণে দলের করুণ বিদায় ওয়েঙ্গারকে দেখতে হয়েছে স্ট্যান্ডে বসে। লীগে আগের ম্যাচে চেলসির বিরুদ্ধে খেলানো দলে নয়টি পরিবর্তন এনেছিলেন ওয়েঙ্গার। সিদ্ধান্তটা যে আত্মঘাতী হতে যাচ্ছে ম্যাচের প্রথমার্ধ শেষেই পেয়েছিলেন সেই ইঙ্গিত। বিরতিতে যাওয়ার আগেই ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে তার শিষ্যরা। শেষ পর্যন্ত হারতেই হয়েছে। ওয়েঙ্গারের এই হার আর্সেনালকে ডুবিয়েছে এক লজ্জায়। নিম্ন বিভাগের কোন দলের কাছে ন্যূনতম ৪ গোলের ব্যবধানে আর্সেনাল হারের মুখ দেখেছে গত ১১০ বছরের মধ্যে এই প্রথম।
×