ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমস বাছাইপর্ব

জাতীয় হকি দলের প্রাথমিক স্কোয়াডে ৬ নতুন মুখ

প্রকাশিত: ০৬:৫৫, ৯ জানুয়ারি ২০১৮

জাতীয় হকি দলের প্রাথমিক স্কোয়াডে ৬ নতুন মুখ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮ আগস্ট-২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই আসরের হকিতে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে পেরুতে হবে বাছাইপর্বের বাধা। ১১-১৭ মার্চ ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। এই আসরের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। আগামী ১২ জানুয়ারি থেকে মওলালা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে প্রস্তুতি। প্রাথমিক ক্যাম্পে ৩৮ খেলোয়াড়কে ডেকেছে বাহফে। ঢাকায় গত বছর অনুষ্ঠিত এশিয়া কাপ হকির দলে থাকা ২২ জন আছেন প্রাথমিক দলে। ক্যাম্পে নতুন মুখ ৬ জন। কোচ হিসেবে থাকছেন মাহবুব হারুনই। প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছে ৪ গোলরক্ষক, ১২ ডিফেন্ডার, ১২ মিডফিল্ডার ও ১০ ফরোয়ার্ডকে। নতুন ছয় মুখ হলেনÑ বাংলাদেশ বিমানবাহিনীর সজীব, সাগর, মৃদুল, প্রসেনজিৎ, বাংলাদেশ সেনাবাহিনীর মনোজ বাবু এবং বিকেএসপির আল-নাহিয়ান শুভ। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত গত এশিয়ান গেমসের বাংলাদেশ কোয়ালিফাই করেছিল ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্ব চ্যাম্পিয়ন হয়ে। ইনচিয়ন এশিয়ান গেমসে ১ থেকে ৬ নম্বর হওয়া ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও জাপান সরাসরি খেলবে ইন্দোনেশিয়ায়। বাছাইপর্ব থেকে উঠবে আরও চার দেশ। ইন্দোনেশিয়ার টিকেট পেতে ওমানে লড়বে ১২ দল। বাংলাদেশ, স্বাগতিক ওমান, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ইরান এবং আজারবাইজানের সঙ্গে আছে আরও দুটি দেশ। সর্বশেষ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। এবার বাছাইপর্বে সেরা চারে থাকার চ্যালেঞ্জ। বাংলাদেশের প্রাথমিক দল ॥ অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর, সজিবুর রহমান, মামুুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, রোকনুজ্জামান সোহাগ, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, শফিউল আলম শিশির, মেহেদী হাসান, মনোজ বাবু, খালেদ মাহমুদ রাকিন, কামুরুজ্জামান রানা, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, সাব্বির রানা, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, মাহবুব হোসেন, আশিক মাহমুদ, নাজমুল ইসলাম, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষিমা মিমো, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন, মোঃ মহসিন, রাজিব দাস, প্রসেনজিৎ রায়, আল-নাহিয়ান শুভ।
×