ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেইমার-এমবাপে-ডি মারিয়ার জোড়া গোল

পিএসজিতে বিধ্বস্ত রেনেস

প্রকাশিত: ০৬:৫৫, ৯ জানুয়ারি ২০১৮

পিএসজিতে বিধ্বস্ত রেনেস

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার ফিলিপ কুটিনহোকে কেনার ঘোষণা দেয় বার্সিলোনা। গত গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে হারানোর পর থেকেই চেষ্টা করার পর সাফল্যের মুখ দেখে কাতালান ক্লাবটি। তবে পিএসজিতে নেইমারও দেখিয়ে চলেছেন তার ঝলক। রবিবার ফ্রেঞ্চ কাপে রেনেসের বিপক্ষেও আলো ছড়ালেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এই ম্যাচে বিশ্রামে ছিলেন পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তবে সেই প্রভাব পড়েনি ম্যাচে। বরং গোল উৎসব করেছে নেইমার-এমবাপে-ডি মারিয়ারা। রবিবার রাতে ফ্রেঞ্চ লীগ ওয়ানে নবম স্থানে থাকা রেনেসকে তাদেরই মাঠে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেয় পিএসজি। সেই সঙ্গে ফ্রেঞ্চ কাপের শেষ ৩২-এ জায়গা করে নেয় উনাই এমেরির দল। নেইমার-এমবাপে-ডি মারিয়া প্রত্যেকেই ২টি করে গোল করেছেন। এদিন ম্যাচ শুরুর ছয় মিনিটে দানি আলভেজের কাটব্যাক ৬ গজ বক্সের মুখে পেয়ে এমবাপে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তার তিন মিনিট পরই দলকে এগিয়ে দেন তরুণ ফুটবলার এমবাপে। ১৭ মিনিটে মার্কো ভেরাত্তির পাস পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ৪ মিনিট পর আরও একটি গোল পেতে পারতেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু দুর্ভাগ্য তার, দুর্দান্ত শটটি গিয়ে লাগে ক্রসবারে। ২৪ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে অনায়াসে গোলকিপারকে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন ডি মারিয়া। ৪৩ মিনিটে আবারও গোল করেন নেইমার। মাঝমাঠ থেকে ডি মারিয়াকে বল পাস দিয়ে এগিয়ে যান সাবেক বার্সিলোনা ও সান্তোস ফরোয়ার্ড। আর্জেন্টাইন তারকা ডানদিকে পাস দেন এমবাপেকে। সাবেক মোনাকোর এই প্রতিভাবান ফুটবলার নিজে শট না নিয়ে বল দেন ডি-বক্সের মাঝে থাকা নেইমারকে। আর সেই সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিসের ক্লাবটিতে যোগ দেয়া নেইমার। এর ফলে ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রেঞ্চ লীগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে সফল স্পট কিকে একটি গোল শোধ করেন ফরাসী মিডফিল্ডার বেঞ্জামিন বৌরিগিয়াউড। তবে উনাই এমেরির শিষ্যদের গোল উৎসবটা কিন্তু তখনও বাকি। ৭৪ মিনিটে ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোলকিপারকে ফাঁকি দেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। তার দুই মিনিট পর পাল্টা আক্রমণে ডি মারিয়ার পাস থেকেই দলের হয়ে ষষ্ঠ আর নিজের দ্বিতীয় গোল করেন পিএসজির ফরাসী স্ট্রাইকার এমবাপে। এর ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে উনাই এমেরির দল। ক্রিসমাসের ছুটি শেষে একটু দেরি করেই প্যারিসে ফিরেন ক্লাবটির শীর্ষ গোলদাতা এডিনসন কাভানি। যে কারণেই তাকে এদিন বিশ্রামে রাখে পিএসজি। তবে তার বদলি হিসেবে মাঠে নেমেও এদিন নিজের জাত চিনিয়েছেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড এ্যাঞ্জেল ডি মারিয়া। এদিকে বার্সিলোনা ছেড়ে যাওয়ার মাস ছয়েক পার হতে না হতেই আবারও লা লিগায় ফেরার গুঞ্জন নেইমারের। তবে এবার রিয়াল মাদ্রিদের হয়ে। পিএসজি থেকে নেইমারকে ছিনিয়ে নিতে চায় লস ব্ল্যাঙ্কোসরা। ২০১৮ সালের জন্য বার্ষিক রেজুলেশন বা কর্ম তালিকা ঠিক করেছে রিয়াল। আর রিয়ালের এই রেজুলেশন বা প্রস্তাবনা প্রকাশ করেছে দলটির মুখপাত্র হিসেবে বিবেচিত স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। প্রস্তাবনার এক নম্বর করণীয়টি বাস্তবায়ন প্রায় করেই ফেলেছে জিনেদিন জিদানের দল। এ্যাটলেটিক বিলবাওয়ের তরুণ স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগার সঙ্গে চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত। দুই নম্বর করণীয় হলো অফফর্মে থাকা করিম বেনজামার বিকল্প খেলোয়াড় কেনা। সবচেয়ে বড় তৃতীয়টি। নেইমারের সঙ্গে চুক্তির ‘টার্গেট’ আগামী গ্রীষ্মের দলবদলে। তবে কথাবার্তা পাকা করে ফেলতে চায় তারও আগে।
×