ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭২ রানের জয়ে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা

কেপটাউন টেস্টে হারল ভারত

প্রকাশিত: ০৬:৫৪, ৯ জানুয়ারি ২০১৮

কেপটাউন টেস্টে হারল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউনে প্রথম টেস্টের চতুর্থ দিনেই ৭২ রানে হেরে গেছে ‘নাম্বার ওয়ান’ ভারত। বৃষ্টিতে তৃতীয় দিন পরিত্যক্ত হওয়ায় কার্যত তিন দিনেরও কম সময়ে ম্যাচটা হারল বিরাট কোহলির দল। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ২৮৬/১০-এর জবাবে ২০৯ রানে অলআউট হয় সফরকারীরা। তবু দ্বিতীয় ইনিংসে দ. আফ্রিকাকে ১৩০ রানে গুড়িয়ে দিয়ে স্বপ্ন দেখছিল কোহলির দল। কিন্তু জয়ের জন্য ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৩৫ রানেই গুড়িয়ে গেছে তারা। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করেন রবিচন্দ্রন অশ্বিন, কোহলি আউট হন ২৮ রানে। প্রোটিয়াদের হয়ে পেসার ভারনন ফিল্যান্ডার একাই নেন ৬ উইকেট। দুটি করে শিকার মরনে মরকেল ও কাগিসো রাবাদার। এ জয়ে তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ফাফ ডুপ্লেসিসের দক্ষিণ আফ্রিকা। আগের দিনের টানা বৃষ্টিতে স্যাঁতসেঁতে হয়ে যাওয়া পিচে সোমবার ৭৭ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ২ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল স্বাগতিকরা। ভারতের পেসারদের বোলিং তোপে চতুর্থ দিনে বাকি ৬৫ রান তুলতেই ৮ উইকেট হারায় প্রোটিয়ারা। তাতে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায় ফাফ ডুপ্লেসিস বাহিনী। দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটই ভারতের পেসাররা ভাগাভাগি করে তুলে নেন। মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও হারদিক পান্ডিয়া। ব্যাট হাতে এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স সর্বোচ্চ ৩৫ রান করেনে। ৩৪ রান করেছেন এইডেন মার্করাম। ১৫ রান আসে কেশব মহারাজের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। সকালে পেস বলের সামনে কাঁপাকাঁপি করে আফ্রিকানরা। মাত্র ২০৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয়রাও পড়ে বিপদের মুখে। পরে একই ভাবে প্রোটিয়া পেসারদের সামনে জবুথবু অবস্থা ভারতীয় ব্যাটিংয়ের। ৮২ রানে ৭ উইকেট হারিয়ে চা বিরতিতে গেলেও সহসা ১৩৫Ñএ গুটিয়ে যায় সফরকারীরা। ইনিংসের শুররুতেই ফিল্যান্ডারের বলে এলবিডব্লিউ মুরালি বিজয়, রিভিউ নিয়ে বেঁচে গেলেন ভারতীয় ওপেনার। চার ওভার পরে আবারও একই ঘটনা। আউট, রিভিউ, বেঁচে যাওয়া। এক ওভার পর এসেই বিজয়ের উইকেট বুঝে নিয়েছেন ফিল্যান্ডার। মাঝে ধাওয়ানকে তুলে নিয়েছেন মরনে মরকেল। ৩৯ রানে পুজারাও পথ ধরলেন ড্রেসিং রুমের। এর পর কোহলি ও রোহিত ৩২ রান তুলে ইনিংস মেরামতে মনোযোগ দিচ্ছিলেন। কিন্তু আবারও ফিল্যান্ডার হাজির মঞ্চে। কোহলিকে (২৮) এলবিডব্লিউ করে দিলেন প্রান্ত বদল করে টানা ১২ ওভার বল করা এই পেসার। রিভিউ নিয়েছিলেন বটে কোহলি, কিন্তু বাঁচতে পারেননি। পরের ওভারে রাবাদার বলে ক্যাচ তুলে দেয়া রোহিত সেবার বেঁচে গেলেও পরের ওভারেই ফিল্যান্ডারের শিকার। ৭৬ রানে রোহিতের (১০) বিদায়ের ভাগ্য ফেরে রাবাদার। দলীয় ৭৭ রানে প্রথম ইনিংসের নায়ক পান্ডিয়া এ ইনিংসে ১ রান করেই ক্যাচ হয়েছেন এবি ডি ভিলিয়ার্সের। আর সেশনটাকে পূর্ণতা দিতেই হয়তো ২৯ ওভারের শেষ ওভারে রাবাদার বলেই এলবিডব্লিউ শেষ স্বীকৃত ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও (৮)। এরপর আশ্বিন-ভুবনেশ্বর (১৩*) ব্যবধান কামিয়েছেন মাত্র। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ২৮৬/১০ (৭৩.১ ওভার; ডি ভিলিয়ার্স ৬৫, ডুপ্লেসিস ৬২, ডি কক ৪৩, মহারাজ ৩৫, রাবাদা ২৬; ভুবনেশ্বর ৪/৮৭, অশ্বিন ২/২১) ও দ্বিতীয় ইনিংস ১৩০/১০ (৪১.২ ওভার; মার্করাম ৩৪, এলগার ২৫, ডি ভিলিয়ার্স ৩৫, মহারাজ ১৫; বুমরাহ ৩/৩৯, শামি ৩/২৮) ভারত প্রথম ইনিংস ২০৯/১০ (৭৩.৪ ওভার; পুজারা ২৬, কোহলি ৫, পান্ডিয়া ৯৩, ভুবনেশ্বর ২৫; ফিল্যান্ডার ৩/৩৩, রাবাদা ৩/৩৪) ও দ্বিতীয় ইনিংস ১৩৫/১০ (৪২.৪ ওভার; ধাওয়ান ১৬, কোহলি ২৮, অশ্বিন ৩৭, ভুবনেশ্বর ১৩*; ফিল্যান্ডার ৬/৪২, মরকেল ২/৩৯)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ৭২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা) সিরিজ ॥ তিন টেস্টের সরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে।
×