ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লাইফ জ্যাকেট বিতরণ

প্রকাশিত: ০৬:৩৬, ৯ জানুয়ারি ২০১৮

লাইফ জ্যাকেট বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে ২শ’ ৫০ জন প্রান্তিক জেলেকে লাইফ জ্যাকেট দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মোরেলগঞ্জ স্টেশন আনুষ্ঠানিকভাবে লাইফ জ্যাকেটগুলো জেলেদের হাতে তুলে দেয়। বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন এম মিনারুল হক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, কোস্ট গার্ড মংলা স্টেশন কমান্ডার ক্যাপ্টেন মোস্তফা কামাল, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরি ও মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ফরিদ আহম্মেদ। মংলা কোস্ট গার্ডের অপারেশন অফিসার লে. হায়াত ইবনে সিদ্দিক, পেটি অফিসার আলমগীর কবির এ সময় উপস্থিত ছিলেন। ১০৪ ভিক্ষুককে কম্বল প্রদান নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৮ জানুয়ারি ॥ ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মাগুরার একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিস চত্বরে পৌর এলাকার পুনর্বাসিত ১০৪ ভিক্ষুকের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি কান্তা জেরিন তাদের মধ্যে এ কম্বল হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। প্রচণ্ড শীতে কম্বল পাওয়ায় ভিক্ষুকরা উপকৃত হবেন।
×