ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের নেতার বিরুদ্ধে সংবাদ প্রচার ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৬, ৯ জানুয়ারি ২০১৮

ছাত্রলীগের নেতার বিরুদ্ধে সংবাদ প্রচার ॥ প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ জানুয়ারি ॥ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের বাড়ি নির্মাণ নিয়ে ‘ভুল তথ্য’ দিয়ে সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাদারীপুর জেলা ছাত্রলীগ। সোমবার দুপুর দেড়টায় মাদারীপুর প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী সমাবেশের মাধ্যমে ‘সংবাদের ওই প্রতিবেদকের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন করার হুমকি দেয়া হয়। বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতারা জানান, সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের বাড়ি নিয়ে একটি সংবাদ প্রচার করে। যেখানে বলা হয়, সোহাগ ক্ষমতায় আসার পরে বিলাস বহুল পাঁচতলা বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত বাড়িটি তিনতলা বিশিষ্ট। যা তার সুইডেন প্রবাসী দুই ভাই ও বাবা-মায়ের পেনশনের টাকায় নির্মাণ করা হয়েছে। নেতৃবৃন্দ আরও জানান, সোহাগ কোন অবৈধ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেনি। ওই প্রতিবেদক রাজনৈতিকভাবে হেয় করার জন্য সাইফুর রহমান সোহাগের বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রচার করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির। ঠাকুরগাঁওয়ে কৃষক প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ জানুয়ারি ॥ উদ্যানতাত্ত্বিক ফসলের উন্নত জাত পরিচিতি ও চাষাবাদের আধুনিক কলাকৌশল শীর্ষক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ সোমবার ঠাকুরগাঁও কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের পরিচালক শোয়েব হাসান, বিশেষ অতিথি ছিলেন গবেষণা বিভাগের পরিচালক ড. লুৎফর রহমান ও কন্দাল ফসল গবেষণা পরিচালক ড. তপন কুমার পাল এবং সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক। উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্প (উদ্যানতত্ত্ব অংশ) -এর অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঠাকুরগাঁও আয়োজিত এই কর্মশালায় ৪০ কৃষাণ-কৃষাণী অংশ নেন।
×