ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেটে বিস্ফোরকসহ আটক তিন

প্রকাশিত: ০৬:৩৫, ৯ জানুয়ারি ২০১৮

সিলেটে বিস্ফোরকসহ আটক তিন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তিনজনকে আটক করেছেন র‌্যাব। আটককৃতরা হলো সিলেটের কানাইঘাট উপজেলার বহালাবাদি গ্রামের এতিম আলীর পুত্র ইব্রাহীম, একই উপজেলার সোনারতন গ্রামের কাহির মিয়ার পুত্র আশিক ও একই এলাকার হরজাইল মিয়ার পুত্র রায়হান। সোমবার দুপুরে সিলেট র‌্যাব ৯ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈনউদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকা থেকে ইব্রাহীম, আশিক ও রায়হানকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৩০০ হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাদা তারসমেত ৩০০ ইলেকট্রিক ডেটোনেটর, ১টি কালো রংয়ের পুরাতন সিম্ফনি মোবাইল ফোন ও ১টি কালো রংয়ের পুরাতন উইনমেক্স মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের তথ্য অনুযায়ী এ বিস্ফোরক দ্রব্যগুলো মূলত ভারতের মেঘালয় রাজ্যে কয়লাখনিতে ব্যবহার হয়ে থাকে। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে আটককৃতদের হাত দিয়ে এগুলো বাংলাদেশে প্রবেশ করে। একই জাতীয় বিস্ফোরকসমূহ পূর্বে আটককৃত জঙ্গীদের কাছ থেকে উদ্ধারকৃত বিস্ফোরকের সঙ্গে হুবহু মিল রয়েছে, যা থেকে বুঝা যায় এই বিস্ফোরক দ্রব্যসমূহ জঙ্গী কার্যক্রমে ব্যবহৃত হতো। লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৮ জানুয়ারি ॥ প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে লক্ষ্মীপুর সরকারী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগরের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে তারেক, ইমন ও জুবায়েরসহ ৫ নেতাকর্মী আহত হয়েছে। তারা সবাই সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ঘটনার আগের দিন প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছিল।
×