ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় গ্যাস ও বিমান বন্দর দ্রুত বাস্তবায়ন দাবি

প্রকাশিত: ০৬:৩৪, ৯ জানুয়ারি ২০১৮

খুলনায় গ্যাস ও বিমান বন্দর দ্রুত বাস্তবায়ন দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ গ্যাস সরবরাহ, বিমান বন্দর ও কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন, সড়ক-মহাসড়ক উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আলহাজ শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান, এ্যাডভোকেট এস এম মঞ্জুর উল আলম, সিনিয়র নেতা এস এম দাউদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামান পন প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১০ সালের মধ্যে খুলনায় গ্যাস সরবরাহের কথা ছিল। অদ্যাবধি খুলনায় গ্যাস সরবরাহ করা হয়নি। যদিও আড়ংঘাটা পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন লাইন স্থাপন ও পাইপ আনা হয়েছে। কিন্তু সম্প্রতি খুলনা থেকে গ্যাস সরবরাহের জন্য আনা পাইপ অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। পাইপ অন্যত্র সরানো হলে অদূর ভবিষ্যতে খুলনায় আর গ্যাস সরবরাহের সম্ভাবনা থাকবে না। ২০১৩ সালে বাগেরহাটের রামপালে প্রায় ৫৪৫ কোটি টাকা ব্যয়ে খানজাহান আলী বিমান বন্দর স্থাপনের অনুমোদন করা হয়। বর্তমানে প্রকল্পটি সম্পূর্ণ স্থবির হয়ে আছে। ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালিশপুরের জনসভায় খুলনায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কাজও শুরু হয়েছিল। কিন্তু প্রকল্পটিতে কোনরূপ দৃশ্যমান অগ্রগতি হয়নি। হিমাগারেই পড়ে আছে প্রকল্পটি। খুলনা বিভাগীয় সদর থেকে বিভিন্নস্থানে যাতায়াতের সড়ক-মহাসড়কগুলোর অবস্থা খুবই নাজুক। অবিলম্বে খুলনা-যশোর, খুলনা-পাটুরিয়া, খুলনা-বাগেরহাট, খুলনা-সাতক্ষীরা, খুলনা-মংলা রুটের সড়কগুলো সংস্কার ও সম্প্রসারণ জরুরী। এছাড়া খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালকে এক হাজার বেডে উন্নীতকরণ ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ঘোষণা, খুলনা রেলস্টেশন থেকে পাওয়ার হাউজ মোড় এবং ময়লাপোতা মোড় থেকে জিরোপয়েন্ট পর্যন্ত রাস্তা ছয় লেনকরণ, খুলনা টেক্সটাইল পল্লী, খুলনা মেরিন একাডেমি, খুলনা ক্যাডেট কলেজ, বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা নির্মাণ, রাষ্ট্রায়াত্ব পাটকলের ১১ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
×