ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজহালট-বেগমবাজার সড়ক বেহাল ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৩৩, ৯ জানুয়ারি ২০১৮

রাজহালট-বেগমবাজার সড়ক বেহাল ॥ দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ রাজহালট-বেগমবাজার রাস্তার বেহাল চিত্র এখন। এতে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাটির বিভিন্ন অংশে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ রাস্তায় চলতে গিয়ে অহরহ দুর্ঘটনা ঘটছে। সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের এই রাস্তা নানা কারণে গুরুত্বপূর্ণ। রাস্তাটির সঙ্গে লিঙ্ক রোড রয়েছে সিরাজদিখান উপজেলার পানিয়ারচর, চান্দেরচর, খাসকান্দি, মোল্লারচর, হাজিবাজার, গাজিবাজার ও মাদ্রাসা বাজারের সঙ্গে। এছাড়াও চরেরগাঁও, পূর্ব চান্দেরচর, পশ্চিম চান্দেরচর, মদিনাপাড়া, নামারগাঁও এবং চরেরগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের চলাচলের পথ এই রাস্তা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশ ঘেঁষে যাওয়া রাস্তাটি দিয়ে অন্তত ১৬ গ্রামের কয়েক হাজার মানুষ প্রত্যহ চলাচল করছে। সিএনজি অটোরিক্সা, পিকাপভ্যান ও মালবাহী ট্রাকসহ নানা হাল্কা এবং ভারি যানও চলাচল করছে হরদম। বিভিন্ন পয়েন্টের ১০টি সিএনজি স্কুটার স্ট্যান্ড থেকে শতাধিক সিএনজি স্কুটার চলাচল করে এই সড়কে। এই অঞ্চলের বহু মানুষ রাজহালট-বেগমবাজার সড়ক ধরেই আব্দুল্লাপুর রাজেন্দ্রপুর হয়ে ঢাকা যাতায়াত করছে। মোদ্দাকথা সিরাজদিখান উপজেলার বালুচর ইউপির তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের ঢাকা যাতায়াতের একমাত্র পথ হলো এই রাজহালট সড়ক। এই অঞ্চলের বিপুল পরিমাণ কৃষিপণ্য বাজারজাতে এই সড়কেরও বিকল্প নেই। ঢাকার শ্যামবাজার ও কারওরান বাজারের তাজা সবজির একটি অংশের যোগান দেয়া হয় এই অঞ্চল থেকে। যা যাচ্ছে এই রাস্তা ধরেই। কিন্তু রাস্তায় বেহালদশা এবং খানাখন্দে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। কয়েক বছর আগে রাস্তাটির পিচঢালাই করা হয় বেগমবাজার পর্যন্ত। কিন্তু যথা সময়ে সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে রাস্তাটি বিনষ্ট হচ্ছে। ধীরে ধীরে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যেন ল-ভ- অবস্থা। একটু বৃষ্টি হলেই অবস্থা আরও বেগতিক। পানি জমে থাকা গর্তে দুর্ঘটনায় পতিত হচ্ছে যানবাহন।এ বিষয়ে সিরাজদিখান উপজেলার প্রকৌশলী সোয়েব বিন আজম বলেন, আমি সিরাজদিখান উপজেলায় নতুন। তবে খোঁজ খবর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×