ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্মশান উন্নয়নের চেক হস্তান্তর

প্রকাশিত: ০৬:৩২, ৯ জানুয়ারি ২০১৮

শ্মশান উন্নয়নের চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী জেলা পরিষদে জেলার চারঘাট কেন্দ্রীয় মহাশ্মশান উন্নয়ন প্রকল্পে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার দফতরে শ্মশান কমিটির সভাপতি ব্রজহরি দাসের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন। জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গেল অর্থবছরে চারঘাটের এই শ্মশানটিকে এক লাখ টাকা অনুদান দেয়া হয়। এর মধ্যে প্রথম কিস্তিতে সোমবার প্রকল্প সভাপতির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হলো। এ টাকার কাজ শেষে বাকি টাকা পাবে শ্মশানটি। চেক হস্তান্তরের সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হাবিব আহসান ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য জয়জয়ন্তী সরকার মালতি উপস্থিত ছিলেন। বগুড়ায় ফ্রি চক্ষু শিবির স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জের আমতলি মডেল স্কুলের সহযোগিতায় ও শেরপুরের ইব্রাহিম আই কেয়ার সেন্টারের উদ্যোগে সোমবার ওই স্কুল মাঠে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে চোখের ছানি রোগে আক্রান্ত দশজনের অপারেশন করা হয়। ছানি অপারেশন করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের চক্ষু সার্জন ও কনসালটেন্ট ইব্রাহিম খলিলুল্লাহ। স্কুলের পরিচালক মীর মহরম আলী জানান, ছানি আক্রান্ত দশ রোগীকে চিকিৎসক নিজের খরচে তার শেরপুর আই কেয়ার সেন্টারে নিয়ে গিয়ে অপারেশন থিয়েটারে ভালভাবে অপারেশন করে মঙ্গলবার সকালে ওষুধপত্র দিয়ে শিবগঞ্জে পৌঁছে দেবেন।
×