ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাংচুর ॥ আহত ২

প্রকাশিত: ০৬:৩২, ৯ জানুয়ারি ২০১৮

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাংচুর ॥ আহত ২

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ জানুয়ারি ॥ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কতিপয় সন্ত্রাসী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন কাজীর বসত বাড়িতে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে আহত করেছে। সন্ত্রাসীরা এ সময় তার বাড়িঘর ব্যাপক ভাংচুর চালায়। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে সদর উপজেলার মস্তফাপুর গ্রামে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন কাজীর স্ত্রী তাছলিমা বেগম জানান, মস্তফাপুর গ্রামের লিয়াকত খান, কালাম হাওলাদার, মাসুদ মিয়া, সবুজ খানসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি তার বসত বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ও ভাংচুর করে। এ সময় শাহাবুদ্দিন কাজী ও তার স্ত্রী তাছলিমা বেগম আহত হয়। তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জামায়াত নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। তার নাম তসলিম আলম। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর মহল্লার এম সেলিম মাইমানের ছেলে। তসলিম আলম ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি ছিলেন। এখন তিনি মহানগর জামায়াতের রোকন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিনোদপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সোমবার দুপুরে আরএমপির মুখপাত্র ইফতেখায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×