ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়া পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৩২, ৯ জানুয়ারি ২০১৮

দুপচাঁচিয়া পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি অবমাননাকরভাবে স্থাপন ও তার ছবির সঙ্গে নিজের ছবি লাগানোয় বগুড়ার দুপচাঁচিয়া পৌর সভার মেয়র বেলাল হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। দুপচাঁচিয়া পৌর এলাকার ব্যবসায়ী জাহেদুর রহমান বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৩) রবিবার এই মামলা করেন। সোমবার এক সংবাদ সম্মেলনে মামলার বাদী জানান, বঙ্গবন্ধুকে অপমান করে ১৬ কোটি বাঙ্গালীকে অপমান করা হয়েছে। সচেতন নাগরিক হিসেবে তিনি এর বিচার দাবি করেছেন। মামলায় বলা হয়, আসামি বেলাল হোসেন বিএনপি পৌর বিএনপি’র সহ-সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি পালন করেন। ইতোপূর্বে তিনি স্বাধীনতাবিরোধী গোলাম আযমের জন্য মুক্তির জন্য সমাবেশও করেছিলেন বলে অভিযোগ করা হয়। বঙ্গবন্ধুকে অপমান করার উদ্দেশে পৌর এলাকার আব্দুল লতিফ সেতুর পাশে রাস্তার ওপর প্রদর্শনের জন্য একই পিলারের ওপর ফলকের এক পাশে নিজের ছবি ও অন্যপাশে বঙ্গবন্ধুর ছবি স্থাপন করেছেন। বঙ্গবন্ধুর ছবির সঙ্গে নিজের ছবি লাগিয়ে প্রদর্শনের জন্য স্থাপন করে মেয়র বেলাল হোসেন বঙ্গবন্ধুকে অপমান করেছেন। এতে বাদী জাহেদুর রহমান বঙ্গবন্ধুর আদর্শের লালনকারী হিসেবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন বলে মামলায় উল্লেখ করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়ে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জানিয়েছেন, ফলকটি এক বছর আগে স্থাপন করা হয়।
×