ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য গৃহবধূর মুখে বিষ দিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:৩১, ৯ জানুয়ারি ২০১৮

যৌতুকের জন্য গৃহবধূর মুখে বিষ দিয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাবিকৃত যৌতুকের দুই লাখ টাকা না পেয়ে জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতনের পর দুই সন্তানের জননী লিপি আক্তার (১৯) নামের এক গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে তার পাষ- স্বামী ও শাশুরি। নির্যাতনের শিকার উপজেলার ধামুড়া গ্রামের বাবুল হাওলাদারের কন্যা লিপি আক্তার উজিরপুর উপজেলা হাসপাতালে গত চারদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, পাঁচ বছর পূর্বে মশাং গ্রামের বেল্লাল মোল্লার সঙ্গে সামাজিকভাবে লিপি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী বেল্লাল ও শাশুড়ি যৌতুকের জন্য প্রায়ই তাকে (লিপি) মারধর করে আসছিল। সর্বশেষ গত ৫ জানুয়ারি সকালে দাবিকৃত যৌতুকের দুই লাখ টাকার জন্য গৃহবধূ লিপিকে তার স্বামী ও শাশুড়ি মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নিযার্তন করে। একপর্যায়ে বাড়ির প¦ার্শবর্তী খালের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় লিপি আক্তার জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃতভেবে তার মুখে বিষ ঢেলে দেয় পাষ- স্বামী বেল্লাল। স্থানীয়রা লিপি আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে রবিবার রাতে তার স্বামী ও শাশুড়িকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
×