ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর

প্রকাশিত: ০৬:৩১, ৯ জানুয়ারি ২০১৮

ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ জানুয়ারি ॥ আশুলিয়ায় ‘ডিবি পুলিশ’ পরিচয়ে রাস্তা থেকে তুলে নিয়ে এক হাসপাতাল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার মধ্য রাতে আশুলিয়া থানাধীন বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম আশিকুর রহমান (২৮)। জানা গেছে, আশিকুর বগবাড়ি এলাকাস্থ ‘আসাদ জেনারেল হাসপাতাল’ এ সুপারভাইজার পদে চাকরিরত রয়েছে। রবিবার মধ্য রাতে চার যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে হাসপাতালের সামনে থেকে তুলে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাকে বাইপাইলের বসুন্ধরা এলাকায় একটি দোকান ঘরের ভিতরে নিয়ে গিয়ে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু মুক্তিপণের টাকা দিতে না পারায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে তার সাথে থাকা নগদ ১২শ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে রাতেই তাকে ছেড়ে দেয়। নান্দাইলে ২৯৫ বস্তা চাল লুট সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৮ জানুয়ারি ॥ উপজেলার পৌর সদরে ঝালুয়া এলাকায় জয়বাবা লোকনাথ রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মিল থেকে আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের প্রায় ২৯৫ বস্তা চাল লুট করে নিয়ে যায়। রাইস মিলের মালিক তপন বাবু জানান, নান্দাইল পৌর সদরে ঝালুয়া এলাকায় তার একটি অটো রাইস মিল রয়েছে। সেখানে সোমবার ভোর রাত ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত মিলটিতে হানা দেয়। এ সময় ডাকাতরা মিলের ৪ জন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ট্রাকে করে ২৯৫ বস্তা চাল লুট করে নিয়ে যায়। উল্লাপাড়ায় ৫৩ ককটেল উদ্ধার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া পুকুরপাড় থেকে রবিবার রাতে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ৫৩টি ককটেল উদ্ধার করেছে। সোমবার সকালে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান কে বা কারা এই ককটেল সেখানে রেখেছিল তা জানা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৩টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
×