ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:৩০, ৯ জানুয়ারি ২০১৮

মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ রাষ্ট্রীয় মদদ ও পরিকল্পনায় মিঠুন চাকমাকে হত্যার অভিযোগ এনে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ, স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলনসহ ৭ দিনের কর্মসূচীর ঘোষণা করেছে ইউপিডিএফ। সোমবার সকালে জেলা শহরের স্বনির্ভরের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করেন সংগঠনটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা নতুন কুমার চাকমা। এ সময় উপস্থিত ছিলেন ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরূপা চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হত্যাকা-ের চার দিন পার হলেও প্রশাসন ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। মিঠুন চাকমার হত্যাকারীদের রক্ষা করতে পরিবারকে মামলা করতে না দিয়ে পুলিশ পরিকল্পিতভাবে বাদী হয়ে মামলা করেছে এমন অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এদেশের শাসকগোষ্ঠী পাহাড়ী জনগণকে নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষ্যে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, নির্যাতনের মাধমে সরকার পার্বত্য চট্টগ্রামকে মেধাশূন্য করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দুপুরে খাগড়াছড়ি শহরের স্লুইস গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা নিহত হয়েছে। পাঁচ কঙ্কাল চুরি নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৮ জানুয়ারি ॥ রবিবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, রাতে কে বা কারা নয়টি কবর খুড়ে। পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি গেছে।
×