ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পূর্ব শত্রুতার জের

দিনাজপুরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রকাশিত: ০৬:৩০, ৯ জানুয়ারি ২০১৮

দিনাজপুরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ী পৌর এলাকার বুন্দিপাড়া গ্রামের স্বজনপুকুরে রবিবার রাতে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগে পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে। সোমবার পুকুরের মালিক রওশন আরা ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগে জানান, গ্রামের কতিপয় ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে তার পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে হাঁস-মুরগি নিয়ে যায়। বাড়ির প্রধান গেটে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়া হয়। সোমবার সকালে রওশন আরা বাড়ির লোকজন নিয়ে পুকুরে গিয়ে দেখেন মরা রুই, কাতলাসহ অন্যান্য মাছ ভেসে উঠেছে। মহেশখালীতে স্পিডবোট ডুবে তিন ভারতীয় পর্যটক আহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-মহেশখালী নৌপথে ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে একটি স্পীডবোট ডুবে দুই নারীসহ তিন ভারতীয় পর্যটক ও বোটের চালক নিখোঁজ হয়। পরে ভারতীয় পর্যটকদের জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বাঁকখালী নদীর মোহনায় এ ঘটনা ঘটে। নিখোঁজদের যৌথভাবে উদ্ধার করেন ফায়ার সার্ভিস নৌবাহিনী। উদ্ধার হওয়া ভারতীয়রা হলেন, ভারতের কলকতার বাসিন্দা মঞ্জুলাল ঘোষ ও বিধিকা ম-ল। পেটে পানি ঢুকে গুরুতর আহত হওয়া পর্যটকদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানান, পর্যটকবাহী স্পীডবোটটি কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্য যাচ্ছিল। এক পর্যায়ে বাঁকখালী মোহনায় এসে সাগর থেকে বালু উত্তোলনরত একটি ড্রেজারের বোটে ধাক্কা খায়। এতে স্পীডবোটটি উল্টে সকল যাত্রী নদীতে পড়ে যায়। এ সময় অন্যবোটের লোকজন সাগরে পড়ে যাওয়া সাত পর্যটক- যাত্রীকে উদ্ধার করতে সক্ষম। তবে দুই নারীসহ অন্য তিন পর্যটক ও স্পীড বোটটির চালক আনিছ নিখোঁজ হয়। পরে উদ্ধারকারী বাহিনীর নিখোঁজ তিন ভারতীয় পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।
×