ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে স্কুলছাত্রীর হত্যাকারীদের বিচার দাবি

প্রকাশিত: ০৬:২৯, ৯ জানুয়ারি ২০১৮

বরিশালে স্কুলছাত্রীর হত্যাকারীদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী ধর্ষিতা সোনিয়া আক্তারের (১৩) হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শত শত এলাকাবাসী স্কুল ক্যাম্পাসে জড়ো হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, সমাজসেবক সেলিম হাওলাদার, মকবুল হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, একই বাড়ির আসাদ খান নামের এক নরপিশাচ গত ২৭ ডিসেম্বর দিনের বেলা নিজ বাড়িতে স্কুলছাত্রী সোনিয়াকে ধর্ষণ করে। এ ঘটনায় লজ্জায় ও ঘৃণায় সোনিয়া ওই দিন বেলা ১১টায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে বরিশাল শেবাচিম ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়া মারা যায়। এ ঘটনায় নিহত সোনিয়ার মা শিউলি বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গত ২ জানুয়ারি থানায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা সত্বেও পুলিশ এখনও কোন আসামিকে গ্রেফতার করতে পারেননি। বক্তারা অনতিবিলম্বে মামলার আসামিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শাহজাদপুরে ভুয়া র‌্যাব আটক নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৮ জানুয়ারি ॥ শাহজাদপুরে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করার সময় ধরে ফেলেন এলাকাবাসী। জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার তালগাছি বাজারে চাঁদাবাজি করার সময় জনগণের হাতে ধরা খেলেন র‌্যাব-১২ অফিসার পরিচয়দানকারী অজ্ঞাত (৩৫) নামক এক যুবক। তার কাছ থেকে পাওয়া একটি পরিচয়পত্রে নাম লেখা রয়েছে আফজাল মিনহাজ। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ভুয়া র‌্যাব পরিচয়দানকারী নাম ঠিাকান গোপন করায় বিস্তারিত পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এলাকাবাসী জানায়, তাদের কাছ থেকে বিভিন্ন সময় র‌্যাবের অফিসার পরিচয় দিয়ে মোটা অংকের টাকার মাছ, মাংস, মুরগি ও বিভিন্ন দ্রব্য নিয়ে টাকা দেয়ার কথা বলে অন্যত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।
×