ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জবিতে চালু হচ্ছে গ্রন্থ প্রকাশনা উৎসব

প্রকাশিত: ০৬:২৭, ৯ জানুয়ারি ২০১৮

জবিতে চালু হচ্ছে গ্রন্থ প্রকাশনা উৎসব

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গ্রন্থ প্রকাশনা উৎসব। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেখা বিভিন্ন বইয়ের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫টি বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এসব বই প্রকাশ করা হবে। ধারাবাহিকভাবে বিশেষজ্ঞ লেখক ও নবীন লেখকদের বইও প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। এবারের গ্রন্থ প্রকাশনা উদ্বোধনী উৎসব আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারমেন ড. অশোক কুমার শাহার সোশাল আইডেনটিটি, ইনডিভিজুয়ালিজম কালেকপিভিজম এন্ড গ্রুপ ডিসিশন মেকিংসহ ৫টি বই প্রকাশ করা হবে।
×