ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে

প্রকাশিত: ০৬:২৬, ৯ জানুয়ারি ২০১৮

সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে

স্টাফ রিপোর্টার ॥ সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী শাকিল শেখকে বাস চাপা দিয়ে হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী সাত কলেজ ছাত্রকল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী থেকে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, অপরাধীদের বিচার না হলে ঢাকা শহর অচল করে দেয়া হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকারী সাত কলেজ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও ঢাকা কলেজের শিক্ষার্থী বিএম শাহীন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও কবি নজরুল সরকারী কলেজের শিক্ষার্থী আবু হানিফ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও তিতুমীর কলেজের শিক্ষার্থী শাহ আলী, অর্থ সম্পাদক ও কবি নজরুল সরকারী কলেজের মোঃ সোহেল প্রমুখ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেছেন, তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র শাকিল শেখকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মহাখালীর আমতলীতে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার পর চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ওই সময় আহত করা হয় আরেক ছাত্র রায়হানকে। রায়হান বর্তমানে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসাপাতল) ভর্তি রয়েছেন। শিক্ষার্থীরা আরও বলেন, অভিযুক্ত বাস চালক এবং হেলপারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দিতে হবে। নিহত শাকিল ও আহত রায়হানের পরিবারকে অর্থ সহায়তা দিতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে কোন ছাত্র যেন এই পরিস্থিতি শিকার না হয় তার ব্যবস্থা নিতে হবে। এই দাবি বাস্তবায়ন না হলে ঢাকা শহরকে অচল করে দেয়া হবে। এবার অনশনে ইবতেদায়ির শিক্ষকরা ॥ জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গত আট দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। কোন আশ্বাস না পাওয়ায় আজ মঙ্গলবার থেকে আমরণ অনশন পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন চৌধুরী সোমবার অবস্থান ধর্মঘটে বলেছেন, ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষকতা করে আমরা মানবেতর জীবনযাপন করে আসছি। ন্যায্য দাবি প্রতিষ্ঠায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ আট দফা দাবিতে আমরা গত আটদিন ধরে শীতের মধ্যে অবস্থান ধর্মঘট পালন করে আসলেও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন আশ্বাস দেয়া হয়নি। এ কারণে মঙ্গলবার (আজ) থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেলা ১১টা থেকে আমরণ অনশন পলিত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
×