ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনলাইনে সীমান্ত বাণিজ্য উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও চীনের উদ্যোক্তারা

প্রকাশিত: ০৬:২৩, ৯ জানুয়ারি ২০১৮

অনলাইনে সীমান্ত বাণিজ্য উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও চীনের উদ্যোক্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পণ্য আমদানি রফতানির পরিমাণ বাড়ায় অনলাইনে সীমান্ত বাণিজ্য উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও চীনের উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি থেকে অনলাইনে অর্ডার হয়ে পণ্য ৩ দিনের মধ্যেই পৌঁছে যাচ্ছে আফ্রিকায়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ই-বেয়র প্রধান কার্যালয়ে আফ্রিকার অলঙ্কার, পোশাক এবং কুটির পণ্য বিক্রি হয়। পাশাপাশি এটি কাজ করে যুক্তরাষ্ট্রের পণ্যগুলোকে আফ্রিকা পৌঁছানোর। ‘মল ফর আফ্রিকা’ নামের একটি সাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দোকানের অন্তত ২শ’ পণ্য কিনতে পারেন আফ্রিকানরা। মূলত স্যুটকেস বহন এবং এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহনে অতিরিক্ত অর্থ দেয়ার বিপক্ষে এসেই এ ওয়েবসাইট চালু করা হয়।
×