ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাওয়ার প্লান্ট স্থাপনে পার্টনার পরিবর্তন করবে প্যারামাউন্ট টেক্সটাইল

প্রকাশিত: ০৬:২০, ৯ জানুয়ারি ২০১৮

পাওয়ার প্লান্ট স্থাপনে পার্টনার পরিবর্তন করবে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ যৌথ উদ্যোগে পাওয়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানিটি পার্টনার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানি বাংলা ট্রেক লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যেগে পাওয়ার প্লান্ট স্থাপন করবে। এক্ষেত্রে কনসোর্টিয়ামের নতুন নাম হবে বিটিআরএসি এনার্জি কনসোর্টিয়াম। এছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর আগে প্যারামাউন্ট টেক্সটাইল ও একরন ইনফ্রাসট্রাকচার সার্ভিসেস যৌথভাবে ২০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। যার ৫০ শতাংশ মালিকানা থাকবে প্যারামাউন্ট টেক্সটাইলের। আর বাকি ৫০ শতাংশের মালিকানা হবে বাংলা ট্রেক লিমিটেডের। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বিক্রি করবে শাহজিবাজার পাওয়ার উদ্যোক্তা পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) উদ্যোক্তা ফরিদুল আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফরিদুল আলম এসপিসিলের ২ লাখ শেয়ার বিক্রি করবে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৪৮ লাখ ৪৬ হাজার ৯৩৬টি শেয়ার আছে। উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×