ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিক্রি বাড়লেও প্রিমিয়ার সিমেন্টের মুনাফা কমেছে

প্রকাশিত: ০৬:২০, ৯ জানুয়ারি ২০১৮

বিক্রি বাড়লেও প্রিমিয়ার সিমেন্টের মুনাফা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্টের চলতি অর্থবছরের ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) ১১ শতাংশ বিক্রয় বেড়েছে। তবে কোম্পানিটির ৩৪ শতাংশ মুনাফা কমেছে। এক্ষেত্রে উৎপাদন ব্যয় ও পরিচালন ব্যয় বৃদ্ধি প্রধান কারণ হিসেবে রয়েছে। কোম্পানির ২০১৭-১৮ অর্থবছরের ১ম প্রান্তিকের বা ৩ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির সিমেন্ট বিক্রয় হয়েছে ২১৩ কোটি ২০ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১৯২ কোটি ৬৫ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ২০ কোটি ৫৫ লাখ টাকার বা ১১ শতাংশ। এদিকে আগের বছরের ৩ মাসে বিক্রয়ের জন্য কাঁচামালসহ উৎপাদন ব্যয় হয়েছিল ১৬১ কোটি ৭২ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৮৪ শতাংশ। যাতে গ্রোস প্রফিট (মোট মুনাফা) হয়েছিল ৩০ কোটি ৯৪ লাখ টাকা। কিন্তু এ বছরের ৩ মাসে বিক্রয়ের বিপরীতে ৮৬ শতাংশ হারে ১৮২ কোটি ২৯ লাখ টাকা উৎপাদন ব্যয় হয়েছে। যাতে গ্রোস প্রফিট হয়েছে ৩০ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বাড়লেও গ্রোস প্রফিট কমেছে ৩ লাখ টাকা। কোম্পানিটির বিক্রয় বৃদ্ধির সঙ্গে পরিচালন ব্যয় বেড়েছে। কোম্পানিটির আগের বছরের ১০ কোটি ৯৫ লাখ টাকার নিট পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ১৬ কোটি ১৫ লাখ টাকা। এছাড়া ৮ কোটি ৪৪ লাখ টাকার নিট সুদজনিত ব্যয় বেড়ে হয়েছে ৮ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানিটির ৩ মাসে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি শেষে নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা বা শেয়ার প্রতি ০.৩৬ টাকায়। আর আগের বছরের একই সময়ে এই মুনাফা হয়েছিল ৫ কোটি ৬৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৫৪ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ১ কোটি ৯১ লাখ টাকা বা ৩৪ শতাংশ।
×