ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্ন্যুৎপাতের ভয়ে...

প্রকাশিত: ০৬:১৯, ৯ জানুয়ারি ২০১৮

অগ্ন্যুৎপাতের ভয়ে...

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের কাদোভার দ্বীপ থেকে কয়েক শ’ বাসিন্দাকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ভয়ে সরিয়ে নেয়া হয়েছে। ৩৬৫ মিটার লম্বা আগ্নেয়গিরিতে শুক্রবার থেকে উদ্গিরণ শুরু হয়েছে। সেখানে ছাই উদ্গিরণের ফলে লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ছাই দুই হাজারেরও বেশি মিটার এলাকায় ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, উপকূলীয় দ্বীপ এলাকায় পাঁচ শ’ থেকে ছয় শ’ লোক বাস করে। -সিনহুয়া তিন লাখ ডলারের টুনার জাপানের রাজধানী টোকিওর সুজিকি মার্কেটে নীল টুনা তিন লাখ ডলারে বিক্রি হয়েছে। নিলাম করে এই দাম নির্ধারণ করা হয়েছে। এশিয়ার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হচ্ছে সুজিকি মার্কেট। এর আগে এত দামে কোন মাছ বিক্রি হয়নি। মাছটি কিনেছেন হিরোশি ওনোদেরা। তিনি জানান, আমার রেস্তরাঁর ক্রেতাদের জন্য এটা দারুণ উপহার। নতুন বছরের শুরুতেই মাছের তৈরি কিছু পদ ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে আমি খুব খুশি। -গার্ডিয়ান
×